রুপ আর চ্যাটে এই জিনিসটা কতবার যে জিজ্ঞাসা করেছেন কতজন হিসাব নেই। আসলে এই জিনিসটা নিয়া চিন্তা করারও টাইম পাইনা। কাকে কি বলি সেইটা পরের দিন ভুলে যাই। আর তাই এই ঝামেলা রোধ করার জন্য পোস্টটাই করে ফেললাম। এবার কেউ জিজ্ঞাসা করলে লিংক দিয়ে দিবো ব্যাস।
ওয়ার্ডপ্রেস ব্লগের ক্যাটাগরী উইজেটের ক্যাটাগরী গুলো দুই কলামে অনেকেই দেখাতে চান। তো এইটা করার জন্য বেশী কষ্ট করতে হবে না।
জাস্ট ডাউনলোড করে নিন প্লাগিনটা
প্লাগিনের নাম: TwoColCats. এটি শুধু টপ ক্যাটাগরিগুলো দেখাবে।
এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেসের 3.5.1 ভার্সনে মাত্র চেক করলাম।
যারা কোডিং করে কাজটা করতে চান তারা সিম্পলি প্লাগিনটা ডাউনলোড করুন। তারপর ভিতরে একটা ফাইল পাবেন twocolcats.php নামে। সেটির ভিতর যে কোডগুলো আছে সেগুলো আপনার থিমের function.php ফাইলে এড করুন। ব্যাস। তবে অনেক থিমের ফাংশন ফাইলে কোড এড করতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি কাজ না করে তাহলে কোড রিমুভ করে প্লাগিনই ইউস করা বেটার হবে।
খুব কম টাকায় TadeBD.Ga সাইটি বিক্রি করা হবে। যদি নিতে চান সাইটি তাহলে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।
2 thoughts on "আপনার WordPress সাইটের Categories দুই কলামে দেখান"