আসসালামু আলাইকুম ।
প্রিয় ট্রিকবিডির বন্দুরা তোমরা কেমন আছো। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো।
আজ আমি তোমাদের দেখাবো Login করার পর কিভাবে সরাসরি Home পেজে চলে যাবে।
আজ বেশি কিছু লিখবো না ।কারণ বাসার কাজে একটু ব্যাস্ত আছি ।
একজন ফেসবুকে এই টিপসটার জন্য অনুরোধ করেছিলো তাই তাড়াতাড়ি পোষ্টা দিলাম।
প্রথমে আপনার Theme এর Header.Php ফাইলটাতে যান ।
সেখানে Login এর একটা কোড আছে ।
এই রকম
<a href="/wp-login.php">Login</a>
এবার চলুন দেখি কি করলে সরাসরি Home পেজে চলে যাবে ।
ঐ কোডটাই শুধু একটু কাজ করতে হবে ।
নিচে একটা কোড দিছি এই কোডটা ঐ কোডটার জায়গায় বসালেই কাজ হয়ে যাবে।
<a href="/wp-login.php?redirect_to=/">Login</a>
কি? এবার দেখুন কাজ হয়ে গেছে ।
সবাইকে ধন্যবাদ ।
সকল প্রকার টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন ।
LikerBD.Top
LikerBD.Top
7 thoughts on "এবার কোনো Plugin অথবা Function ছাড়াই Login করার পর সরাসরি Home পেজে চলে যাবে ।By – RtRaselBD"