নেটলার মাস্টার কার্ড কে Payoneer এর ভালো বিকল্প হিসেবে ধরা যায় ।Payoneer এর মত আপনি সব কিছুই এটা দিয়ে করতে পারবেন ।এতে আপনার কোন monthly or annual ফি নেই। এতে আপনি ভারচুয়াল মাস্টার কার্ড এর সুবিধা পাবেন যা আনভেরিফাইড একাউণ্ট হলেও পাবেন । যাই হোক এবার আসল কাথায় আসা যাক ,কিভাবে নেটলার এর মাস্টার কার্ড পেতে হবে তার নিয়মাবলি নিচে দেওয়া হল :

১ .প্রথমে আপনাকে একটা একাউণ্ট খুলতে হবে ।আর এখানে আমি একাউণ্ট খুলতে Government আইডি কার্ড ব্যাবহার করব । লিঙ্ক নিচে দেওয়া হল

নেটলার

২ .সাইন আপ অপশন এ গেলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন ।

এখানে কান্ট্রি ,মেইল আড্রেস , ডিজেয়ার একাউন্ট কারেন্সি এগুলো পূরন করুন । তারপর কন্টিনিউ তে ক্লিক করুন ।

৩ . এবার আপনি নিচের মত দেখতে পাবেন ।

এখানে আপনার first নেম , লাস্ট নেম , স্ট্রিট আড্রেস , সিটি ,রিজন , পোস্টকোড , ফোন নাম্বার , জন্ম তারিখ ইত্যাদি ডাটা আপনি যে Government আইডি কার্ড দিয়ে খুলতে চান ঠিক তার মত হতে হবে । এটা খুবই গুরুত্তপূর্ন । ডাটা সঠিক না হলে আপনার একাউণ্ট এপ্রুভ হবে না ।

৪ . তারপর কন্টিনিউ তে ক্লিক করুন । নিচের মত দেখতে পাবেন ।

এই পেজ টি সেভ করে রাখুন ।একাউণ্ট আইডি এবং সিকিউরড আইডি দুটি আপনার কাজে লাগবে । এবার আপনি আপনার মেইল এ গিয়ে দেখতে পবেন কনফ্রিমেশন মেইল. নিচের মত করে ।

 

সাইন ইন করুন ।

৫ .এবার নিচের মত দেখতে পাবেন ।

এখানে net+card এ ক্লিক করুন । তারপর ,নেটলার অথরিটি আপনার আইডেনটিটি ভেরিফাই করতে বলবে ।

ভেরিফাই ইওর একাউণ্ট এ ক্লিক করুন ।তারপর সাবমিট ইওর আইডেনটিটি ডকুমেন্টস পেজ দেখতে পাবেন ।

এখানে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করুন Government আইডি কার্ড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এর স্ক্যান্ড কপি আপলোড করুন ।

৬ . আপলোড শেষ হলে সাবমিট আপলোড ডকুমেন্ট এ ক্লিক করুন ।

সব ঠিক থাকলে তিন দিনের ভিতর আপনার আপ্লিকেশন এপ্রুভ হবে ইনশাল্লাহ । এপ্রুভড মেসেজ আপনার মেইল এ পাবেন ।

নেটলার মাস্টার কার্ড আসতে যত দিন লাগবে তত দিন আপনি আপনার প্রয়জনীয় কাজ চালাতে পারবেন নেটলার ভারচুয়াল কার্ড এর মাধ্যমে । এটা কোনো প্লাস্টিক কার্ড না । যে সব ওয়েব সাইট এ মাস্টার কার্ড এর সুবিধা আছে সেসব সাইট এ আপনি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । ভারচুয়াল কার্ড এর নাম্বার পেতে আপনার সিকিউরড আইডি লাগবে । আপনি নেট+কার্ড এ ক্লিক করলে ভারচুয়াল কার্ড এর অপশন পাবেন , যেখানে এন্টার ইওর সিকিউরড আইডি এবং আইডি এর জন্যে টেক্সট ফিল্ড দেখাবে ,সেখানে সিকিউরড আইডি দিয়ে View Card Number এ ক্লিক করুন ।

[নোট : নেটলার ভারচুয়াল কার্ড এর নাম্বার আপনি আনভেরিফাইড অবস্থাতেও পাবেন ]

তারপর আপনি আপনার Virtual Card এর নাম্বার দেখতে পাবেন । এটা দিয়ে আপনি ইন্টারনেট এর সব কাজ চালাতে পারবেন ।তারপর যখন আপনার প্লাস্টিক কার্ড হাতে পাবেন তখন সেটা এক্টিভ করুন আর নেটলার মাস্টার কার্ড এর সুবিধা উপভোগ করুন । এবার যেভাবে প্লাস্টিক মাস্টার কারড এক্টিভ করবেন তা দেখাব । এটা খুবই সহজ কাজ ।

->>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

যখন আপনি net+card এ ক্লিক করবেন এক্টিভ দিস কার্ড অপশন পাবেন । সেখানে ক্লিক করলে কার্ড নাম্বার ও CVV নাম্বার চেয়ে দুটো টেক্সট ফিল্ড আসবে । CVV নাম্বার আপনি কার্ড এর পেছনে পাবেন তিন ডিজিটের নাম্বার শেষে থাকে যেটা ।

আজ এখানেই শেষ করলাম । সবাই ভাল থাকুন ।

যে কোন ডিজাইনের সাইট বানাতে যোগাযোগ করুন 01785829489 এবং  স্বল্প মূল্যে .Com ডমেইন কিনতে যোগাযোগ করুন 01785829489

19 thoughts on "এবার নিজেই বানিয়ে ফেলুন একটি Virtual MasterCard অনলাইনে এখন যে কোন কিছু কেনাকাটা আরো সহজেই"

  1. Ex Programmer Contributor says:
    ??????????????????
  2. JûStÎñ ShÎrÅjÛl Subscriber says:
    25$ free pabo kivabe
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      It’s not payoneer ok.?
  3. Nikhil Roy Author says:
    Card active korte ki আগে লোড করতে হবে পেওনিয়ারের মতো?
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      $0.01 korle o hbe but seta skrill theke
  4. Atik Hasan Author says:
    ভাইয়া কমেন্টের রিপ্লাই দেন
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Ji bolun pls
  5. Atik Hasan Author says:
    জ্বি ভাইয়া আপনার ফেসবুক আইডা টা দিলে ভালো হত
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Fb.com/iboymehedi
    1. Ex Programmer Contributor says:
      LooooL
  6. Rase Shekh Contributor says:
    আস সালামু আলাইকুম
    ভাই
    Payoneer থেকে কত দিন লাগে Mastercard হাতে পেতে?
  7. azizulhaque Contributor says:
    ফাইজলামী করেন নাক‌ি।
    ন‌েটেলার বাংলাদ‌েশে Cardদেওয়া বন্ধ করে দিয়‌েছ‌ে
  8. RtRaselBD Author says:
    copy martece. kicu na jenei.
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Tomi khub jano amar theke?? Call me dekhi ki jano?
  9. mdrayhan123 Contributor says:
    আচ্ছা ভাই এই কার্ড হাতে পাবো কি করে।
    মানে,কোথা থেকে সংগ্রহ করতে হবে।এবং কি ভাবে সংগ্রহ করতে হবে????
  10. MOSHAROOF98 Author says:
    এটা বাংলাদেশে কার্ড দেয় না।।।।
  11. MDMAHI Contributor says:
    vhaia 5$ deposit na korle card dey na…
  12. MDMAHI Contributor says:
    vhaia 5$ deppsit na korle card dey na.

Leave a Reply