Neteller কি, সুবিধা অসুবিধা, খুঁটিনাটি বিস্তারিত নিয়ে আলোচনা করেছি অনেক আগেই, যারা Neteller সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আগে এই পোষ্টটি পড়ে নিন।

Neteller বিশ্বস্থ, নিরাপদ ও FSA রেগুলেটেড All in one অনলাইন পেইমেন্ট প্রসেসর।

Neteller ছাড়া মোটামুটি সব অনলাইন পেইমেন্ট প্রসেসর একাউণ্ট টু একাউন্ট ট্র্যান্সফারে একটি ফী নিত। শুধুমাত্র নেটেলার ট্র্যান্সফার ফ্রী ছিল এতদিন। সময়ের সাথে সাথে Neteller তাদের প্রসেসে কিছু পরিবর্তন এনেছে, পরিবর্তন করেছে তাদের কিছু টার্ম তাই আজকে সেই নতুন বিষয় গুলো আপনাদের জানাবো।

নেট টু নেট ট্রান্সফার ফীঃ Net 2 Net Transfer Fee:

১৫ সেপ্টেম্বার ২০১৫ থেকে Germany এবং Turkey তে ট্র্যান্সফার এর ক্ষেত্রে ১% হারে চার্জ ধার্য হবে। এবং ১৫ অক্টোবর ২০১৫ থেকে সব মানি ট্র্যান্সফার এর ক্ষেত্রে ১% চার্জ প্রযেজ্য হবে।

Net+ প্রিপেইড মাস্টার কার্ড ফীঃ

যারা প্রিপেইড কার্ড ব্যাবহার করেন বা করবেন তাদের কে কেমন ফি গুনতে হবে তা দেখুনঃ

55cc61e258740_neteller_card.thumb.png.50

POS – পেইমেন্ট ফ্রী (শপিং, রেস্টুরেন্ট এবং অনন্য)
২.৯৫% ফি দিতে হবে ফরেন ইক্সচেঞ্জ ফী হিসেবে।
$৬ ডলার দিতে হবে ক্যাশ উইথড্রল করতে হলে।
নতুন কার্ড বা কার্ড রিপ্লেস করতে $১৩ দিতে হবে।
Net+ প্রিপেইড মাস্টার কার্ড লিমিটঃ

প্রতি ২৪ ঘন্টায় ২টির বেশি উইথড্রল দেওয়া যাবে না।
প্রতি ২৪ ঘন্টায় $ ১০০০ বেশি উইথড্র দেওয়া যাবে না।
প্রতি ৪ দিনে ৬টির বেশি উইথড্রল দেওয়া যাবে না।
প্রতি ৪ দিনে $ ৩০০০ বেশি উইথড্র দেওয়া যাবে না।
প্রতি ২৪ ঘন্টায় ১০টির বেশি পারচেস করা যাবে না।
প্রতি ২৪ ঘন্টায় $ ৩০০০ বেশি পারচেস করা যাবে না।
প্রতি ৪ দিনে ৩০টির বেশি পারচেস করা যাবে না।
প্রতি ৪ দিনে $ ৯০০০ বেশি পারচেস করা যাবে না।

Net+ ভার্চুয়াল মাস্টার কার্ড ফীঃ

প্রথম কার্ডটি ফ্রী
পরবর্তী প্রতি কার্ডের জন্য $৩ ফি দিতে হবে।
virtualmaster.thumb.gif.5b962f9a935f81a3

Net+ ভার্চুয়াল মাস্টার কার্ড লিমিটঃ

ভেরিফাইডঃ

প্রতি ২৪ ঘণ্টায় ১০টি পারচেইস করতে পারবেন।
প্রতি ২৪ ঘণ্টায় $৭০০০ বেশি পারচেইস করতে পারবেন না।
প্রতি ৪ দিনে ৩০ টি পারচেইস করতে পারবেন।

প্রতি ৪ দিনে $১৪০০০ বেশি পারচেইস করতে পারবেন না।
আনভেরিফাইডঃ

সারাজীবনে মাত্র ৪টি পারচেস করতে পারবেন
প্রতি ২৪ ঘণ্টায় $২০০ বেশি পারচেইস করতে পারবেন না।
সারাজীবনে সর্বচ্চ $৮০০ পারচেস করতে পারবেন।

কম টাকায় MasterCard কিনতে যোগাযোগ করুন 01785829489

5 thoughts on "নেটলার মাস্টার কার্ড সম্পর্কে জেনে নিন। হয়ত নিজেই মাষ্টার কার্ড এর মালিক হতে পারবেন"

  1. Net Master Author says:
    Thank you very much bro
  2. Red-Spider Contributor says:
    nice post vaia
  3. Sojol Rana Contributor says:
    Vaia 4 ta manshommoto post korar poreu author banano hocce na kno. Please someone help me…
    1. bijoy Author says:
      valo post krun
  4. Sojib Khan Contributor says:
    Eeee Vai….Emnei Ekta Nah ….Ekn Virtual Net+ Card Ar Bangladesh E Dey Na…

Leave a Reply