কেমন আছেন সবাই,
আশা করি ভাল আছেন আমি ও ভাল আছি আলহামদুলিল্লাহ্
আমাদের সবারই ছোট বড় ব্লগ আছে , সবাই চেষ্টা করি ব্লগ টাকে সুন্দর করে সাঁজাতে আর সেইজন্য অনেক প্লাগিন ব্যাবহার করে থাকি , কিন্তু বেশি প্লাগিন ব্যাবহার এর কারনে ব্লগ বা সাইট এর গতি অনেক কমে যাই, আর সেই গতি বাড়ানোর জন্য অথবা cache , history file , ডিলিট করার জন্য ও আলাদা আলাদা প্লাগিন ব্যাবহার করে থাকি , আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে কোন প্লাগিন ছাড়া ব্লগ বা সাইট এর গতি বাড়াতে হই ।
তাহলে চলুন দেখা যাক
প্রথমে cpanel এ Login করুন
এবং File Manager থেকে চলে যান আপনার Web Root (public_html/www) এ।
এখানে নিচের দিকে দেখুন eror_log নামের একটা ফাইল দেখতে পাবেন।
তারপর চলে যান wp-admin folder এ।
এখানেও একটা eror_log ফাইল দেখতে পাবেন। এটাকে ও Delete করে দেন।
বাস হয়ে গেল কাজ ,
কারণ আপনার ওয়েরসাইট এ যত ভিজিটর ঠুকবে, এখানে তত history file জমা হতে থাকে।
যা আপনার সাইটকে অনেক গতি কমিয়ে দেয়। এমনকি এটা আপনার hosting space ও কমিয়ে দেয়। যার কারণে এটাকে Delete করে রাখবেন সব সময়ই ।
এটা আপনি সপ্তাহে অন্তত ২ দিন করবেন,
আমরা যেই কাজটা এখন করলাম এই কাজটিই মূলত প্লাগিন করে থাকে, অনেক cache প্লাগিন এ রিস্ক থাকে আপনার ব্লগ বা সাইট হ্যাক হওয়ার সম্ববনা ও থাকে তাই এই কাজ টি নিজে করাই ভাল ,
ধন্যবাদ ।
পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml