DuniarTips.Comএর পক্ষ থেকে সকলের প্রতি শুভ কামনা করে শুরু করছি আমার আজকের টিউটুরিয়াল।
আপনারা দেখে থাকবেন যে facebook , instagram, twitter এ verified ইউজারদের নামের পাশে একটি চিন্হ ব্যবহার করা হয় সেটাই মূলত Verification badge
Demo:
তো আমি আপনাদেরকে মূলত WordPress এ verification badge set up করার system টা দেখাব।
Setup the verification badge
- প্রথমত আপনাকে plugin টি এখান থেকে download করতে হবে।
- তারপর Wp admin > Plugins > Add New > Upload Plugin এ যান এবং plugin upload করে active করুন।
- তারপর যান Wp admin > Appearance > Editor > author.php তে
- এখন আপনি যেখানে verified badge icon দেখাতে চান অথবা echo $display_name; ?> লেখাটি খুজে বের করে লেখাটির পরে নিচের code টা বসান
if ( function_exists
( 'wp_verification_badge' ) ) {
wp_verification_badge($user_id); } - Note: TrickBD তে code ভালো ভাবে show করেনা এজন্য আমি দায়ি নই।
- আমাদের কাজ প্রায় শেষ এখন wp-admin > Users >
all users > যার নামের পাশে verification badge icon দেখাতে চান তার profile edit এ যান - নিচের screenshot এর মতো verification badge option এ টিক দিন।
পরবর্তী টিউটুরিয়াল এ TRICKBD এর মত Tuner Request system share করা হবে । তাই duniartips.com এ চোখ রাখুন
24 thoughts on "এবার আপনিও আপনার wp সাইট এ verified user সিস্টেম করুন সাথে থাকছে badge features"