সবাই কেমন আছেন?
আজ আবারো নতুন একটি প্লাগিন নিয়ে হাজির হলাম।
তো চলুন শুরু করে দেওয়া যাক………?
প্লাগিন টির নাম: Glass
এটার কাজ কি?
আপনার সাইটের যেকোন ছবি বা ইমেজ কে আরো আকর্ষনীয় করতে আপনি ব্যবহার করতে পারেন এই glass নামক প্লাগইনসটি।
এটি মূলত ম্যাগনিফাইং গ্লাসের মত কাজ করে।
এটি ব্যবহার করলে আপনার সাইটেরে যে কোন পোস্টের ছবির উপর মাউসের কার্সর নিয়ে গেলে সেখানে ছবিটির উপর ম্যাগনিফাইং গ্লাসের মত একটি টুল শো করবে যা দ্বারা সেই ছবিটি আরো স্পষ্ট দেখা যাবে।
তাছাড়াও এতে রয়েছে পিক্সেল কমানো বা বাড়ানো মতো সুবিধা।
অথবা WordPress প্লাগিন স্টোরে গিয়ে “Glass” লিখে সার্চ দিন।
Active করে মজা লুটুন ?
কম টাকায় সাইট বানাতে যোগাযোগ করুন 01785829489
Eta to sobai jane,post na korle oo hoto…
But thanks karon onrker hoito upokare asbe.
যেমন: Tube-Earn,Serverarn,earopedia,earnsite
এইরকম সাইট বানাতে হলে আমার কি কি করা লাগবে??