এই আইডিয়াটা প্রথম এসেছিল ওয়াপকা ফোরাম সাইট ডেপলপ করার সময়। তারপর আমার ওয়ার্ডপ্রেস সাইটে কোডটা প্রয়োগ করি এবং আজ সবার সাথে শেয়ার করছি।
## আশা করি যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে এবং নিয়মিত পোস্ট করেন তাদের কাজে লাগবে।
এই Function Code এর কাজ কি?
## এটি একটি ShortCode যেটা আপনি আপনার পোস্টের ভিতর বিবিকোড হিসেবে ব্যবহার করতে পারবেন।
## যেখানে এই কোডটি ইউস করবেন সেখানে, যে পোস্ট দেখবে তার নাম উল্লেখ হবে। হোক সে ভিজিটর কিংবা আপনার সাইটের মেম্বার।
## ধরুন, আপনার সাইটে আপনি নিয়মিত পোস্ট করেন। এবং, প্রতি পোস্টের শুরুতে লিখেনঃ “Hi Guys!” অথবা, “স্বাগতম ইউজার আমার সাইটে।”
## এখানে যদি আপনি এই [you] বিবিকোডটি ব্যবহার করেন তাহলে দাঁড়াবে, “Hi [you]” অথবা “স্বাগতম [you]” এভাবে পোস্টটি করলেন।
## এবার যদি “স্বাধীন” নামক ব্যাক্তি, (যে আপনার সাইটের মেম্বার) সে যখন আপনার পোস্ট পড়বে, তখন [you] এর জায়গায় দেখবে ‘স্বাধীন’
যেমনঃ “Hi স্বাধীন” অথবা “স্বাগতম স্বাধীন”
## আপনি আপনার পোস্ট দেখলে আপনিও নিজের নাম দেখতে পারবেন। আজব না?!!! ??
## যদি সে আপনার সাইটের মেম্বার না হয়, বা লগিন না হয়ে থাকে তাহলে দেখাবে “ভিজিটরগণ”
ওয়েট! আপনি হয়ত ভাবছেন আমি এত ভেঙে ভেঙে বলছি কেনো। কারণ আমি কোনে স্ক্রিনশট দিতে পারলাম না আমার সাইট না থাকার জন্য।
## শর্টকোড বা বিবিকোড [you]
এই কোডটি আপনার থিম ফোল্ডার এর Functions.php ফাইলের <php? এর পরে বসাবেন।
/* The function of user shortcode. It's Coded by Riadrox */ function shortuser(){ if(is_user_logged_in()){ global $current_user; return $current_user->display_name; } else { return ভিজিটরগণ; }} add_shortcode('you', 'shortuser');
#### আপনি চাইলে “ভিজিটরগণ” এর জায়গায় নিজের ইচ্ছে মত বসাইতে পারেন।
## ধন্যবাদ।
?????????????????????????????????????
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox
“স্বপ্ন দেখতে জানলে জীবনের
কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
”
-Theodore Zeldin!
Chandpur er protom forum site….
But Full code ta kothay use korbo?
Function.php te naki onno kothao?