সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

কিছু কথা বলে রাখি।
টিউনটি পুরোপুরি ভাবে দেখুন, পড়ুন এবং বোঝার চেষ্টা করুণ, যদি কোনো প্রকারের সমস্যা খুঁজে পান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা ফেসবুকেও নক করে জানাতে পারেন আমি যতদুর পারি আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাহ আল্লাহ।

তাহলে দেরি না করে মূল আলোচ্য বিষয়ে চলে যাবো।
আমরা গত পর্বে শুধু হোস্টিং কম্পানিকে নিয়েই মূলত জেনেছিলাম আজকে থেকে পুরোদমে কাজ শুরু করে দিলাম। তাহলে আমরা এগিয়ে যাই।
প্রথমে আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো দেখে নিন।

  • আপনার হাতের এন্ড্রয়েড ফোন
  • মজিলা, গুগোল ক্রম, পুফান অথবা একটা ভাল ওয়েব ব্রাউজার
  • একটা জিমেইল আইডি
  • আইডিটা জেনো আপনার জিমেইল এপসে সাইন ইন করা থাকে, যাতে করে আমরা আমাদের ওয়েব সাইট থেকে দেওয়া লিংকটা ভ্যারিফাই করতে পারি।

তাহলে চলুন স্টার্ট করিঃ

প্রথমে চলে যাবো আমাদের ইনফিনিটি ফ্রি ওয়েব হোস্টিং এ

সাইন ইন না করে আমরা রেজিস্টার নাওতে ক্লিক করবো।
না বুঝলে ছবি দেখুন।

এর পর দেখুনঃ

আমরা আমাদের তথ্যাবলি পূরণ করে দিবো
এবং ভ্যারিফাই করবো যে আমরা রোবট নই। ভ্যারিফাই করা হয়ে গেলে আমরা নিচের বক্সে টিক দিয়ে “সাইন আপ” এ ক্লিক করবো।

এর পর হোস্টিং প্রোভাইডাররা আমার মেইল আইডিটা ভ্যারিফাই করতে বলবে। যেমন এই রকম ভাবে।

এর পর আমরা আমাদের একাউন্টে সাইন ইন করবো।
এর পর আমরা ” Create New Account” ক্লিক করবো।

আগের মতই সব তথ্য দিয়ে ভ্যারিফাই করে আমরা একাউন্ট তৈরি করে নেবো।
দ্রঃ এখানে দুইটা সাবডোমেইন আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন।

এর পর আপনাকে “Control Panel” থেকে আপনার সাইটটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর এই বিষয়ে তো আমি আছিই সব সময়।

টিউন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টা দেখুন, আশা করি একদম ক্লিয়ার ভাবে বুঝবেন।

আজকে এই পর্যন্তই আগামী টিউনে কন্ট্রোল প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।
আপনি চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা, আমরা একমাত্র আমাদের ভিডিও টিউটোরিয়াল গুগো ইউটিউবেই পাব্লিশ করে থাকি। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব হয়ে গেলে আপনি বেল আইকনে ট্যাপ করে রাখবেন যাতে আপনার দরকারি টিউটোরিয়াল গুলো খুব তারা তারি সবার আগে পেয়ে যান।
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী টিউটোরিয়ালে।
যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্স খোলা আছে।
এছাড়াও ফেসবুকে তো আছিই, জানাতে পারেন আপনার সমস্যার কথা।

24 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ২"

  1. Md_Samiul_Alim Contributor says:
    nice post bro
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ও ভালবাসা ভাই
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. simun bd Contributor says:
    nice post mama
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ মামাহ
  3. Al-Amin989 Contributor says:
    Carry on bro
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ও ভালবাসা ভাইয়া
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ও ভালবাসা ভাই
  4. Illusive Contributor says:
    Vai Nice…Sob Tutorial diyen Plz..R Besi Time Niyen Na
    1. Server Error Author Post Creator says:
      ইনশাহ আল্লাহ্‌ ভাইয়া, সাথেই থাকবেন খুব তাড়াতাড়ি দিয়ে দিবো। ধন্যবাদ ভাইজান
  5. Israel Contributor says:
    wapka te html dewa jay,,,?
    dewa gele kivabe dibo pls keu bolen
    1. Server Error Author Post Creator says:
      হ্যাঁ এইচটিএমএল দিয়েই তো ডিজাইন করতে হয় ভাই, টিউটোরিয়াল পেতে ক্যাটাগরি দেখুন ওয়াপকার।
  6. Md.Abid Perves Author says:
    নেক্সট পার্ট দ্রুত চাই
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ভাই সাথেই থাকবেন আশা করি
  7. blackhole Author says:
    nice post.go ahead.
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ও ভালবাসা সুন্দর মন্তব্য করার জন্য।
  8. Mithun Adhikary Contributor says:
    Techtelk24.ml amr site but apni sub domain a techtelk likhchen tai bollam
    1. Server Error Author Post Creator says:
      ওহ তাই? আমাদের চ্যানেলের নামও কিন্তু টেক & টক, সেজন্য এই নাম দিয়েছি, ধন্যবাদ ভাই।

Leave a Reply