## আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন?? আশা করছি সকলে ভালো আছেন। আর ভবির্ষতে যেনো সবসময় ভালো থাকেন আমি এই কামনায় করি।
## আজকে আমি আপনাদের WordPress সাইটের Slow সমস্যা সমাধানের জন্য কিছু টিপস দিবো।
## যারা WordPress সার্ভার ব্যবহার করেন। তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো সাইট লোড নিতে অনেক সময় লাগে। মানে সাইট লোডিং এ খুব স্লো।
## আপনি আমার কথামতো কাজ করলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি নিতে পারবেন। এই টিপস গুলো অনেক কাজের।
## সাইট লোড নিতেই যদি সময় চলে যায় তাহলে সাইটে আর ভিসিটর থাকবে না। সকলে চান যে WordPress সাই টা অনেক Fast কাজ করুক।
## তাছাড়া সাইট দ্রুত লোড হওয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে বেশ গুরুত্বপুর্ণ। কারন, Google স্লো ওয়েবসাইটকে কখনো প্রাধান্য দিবে না । অনেকেই আছেন এই বিষয়টি গুরুত্ব দেয়না । আপনার সাইট স্লো হওয়ার কারনে আপনি প্রতিদিন কত ট্রাফিক হারাচ্ছেন তা একবার ভেবে দেখেছেন?
## তাই আপনাদের কথা ভেবে আজকের টিপস গুলো নিয়ে হাজির হলাম।
## তো অনেক বকবক করলাম, এবার চলুন আমরা কাজে চলে যাই,,,,,
ভাল মানের হোস্টিং বাছাই করা
ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার জন্য ভাল মানের হোস্টিং বাছাই করতে হবে । অনেকেই আছেন যারা সামান্য টাকার জন্য খারাপ হোস্টিং ব্যবহার করেন । তবে, টাকা বেশি হলে-ই হোস্টিং ভাল হবে এমন কোন কথা নেই । তাই, হোস্টিং কেনার আগে ভালভাবে যাচাই করে হোস্টিং ক্রয় করুন ।
ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন
ওয়ার্ডপ্রেস সাইট ফাস্ট করার জন্য আপনাকে একটি ভাল থিম নির্বাচন করতে হবে । কেননা, অনেক থিম আছে যেগুলো আপনার সাইট স্লো করে দিতে পারে । ফ্রি থিম ব্যবহার করার পূর্বে থিমের রিভিউ দেখে নিতে পারেন । প্রয়োজনে, আপনি যদি ডিজাইনার হোন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে নিতে পারেন ।
সঠিক প্লাগিন ব্যবহার করা
কিছু প্লাগিন আছে যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের গতি কমিয়ে দিতে পারে । এক্ষেত্রে, ত্রুটিপূর্ণ প্লাগিন ইন্সটল করা থেকে বিরত থাকুন । আপনি চাইলে, বিকল্প প্লাগিন ইন্সটল করতে পারেন । এছাড়া, ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল করার পূর্বে রিভিউ ও রেটিং দেখে নিতে পারেন । কম সংখ্যক প্লাগিন ব্যবহার করা ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ব্যবহার করার প্রয়োজনীয়তা অপরিসীম । তাই বলে এই নয় যে, আপনি অপ্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করবেন । যথাসম্ভব, কম প্লাগিন ব্যবহার করুন । এছাড়া, প্লাগিন ব্যবহার করা ছাড়া কোডিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটে অনেক কাজ শেষ করা যায় ।
Homepage হালকা রাখা
ওয়েবসাইটের হোমপেইজ এ এমন কোন কন্টেন্ট রাখা উচিত নয় যা ওয়েবপেইজ স্লো করে । তাই, হোমপেইজ যথাসম্ভব হোমপেইজ এ কন্টেন্ট কম রাখুন । এক্ষেত্রে, হোমপেইজ এ ১০-১৫ টি পোস্ট রাখতে পারেন । আর অতিরিক্ত ওইজেট রেজিস্টার করবেন না ।
ওয়ার্ডপ্রেস আপডেট করা
ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার জন্য ওয়ার্ডপ্রেস নিয়মিত আপডেট করা উচিত । এছাড়া, ওয়ার্ডপ্রেস এর থিম & প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত । ওয়ার্ডপ্রেস এর থিম & নিয়মিত আপডেট করলে ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ থাকবে । কারণ, একজন Developer বেশীরভাগ তখনই থিম & প্লাগিন আপডেট করেন যখন থিম কিংবা প্লাগিন এ কোন ত্রুটি খুঁজে পান । তাই, ওয়ার্ডপ্রেস এর থিম ও প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত । এছাড়া, ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার আরও কিছু কৌশল রয়েছে । আমি পরবর্তীতে এসব নিয়ে আলোচনা করবো ।
$$ Now Enjoy…
## আশা করছি আপনারা সবকিছু বুজতে পারছেন। তাছাড়া কোথাও না বুজে থাকলে অবশ্যই একটা কমেন্ট অথবা ফেসবুকে Knock দিবেন।
## যদি পোস্ট টা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এটা আমার একান্ত চাওয়া।
## সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, ধন্যবাদ।
$$ By Mr Perfect
$$ Fb: fb.me/myself.perfect
$$ Bye..
8 thoughts on "[Tips] আপনার WordPress সাইট কি খুব Slow লোডিং নিচ্ছে?? এই সমস্যা সমাধানে নিন বেশ কিছু টিপস"