বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪ নং পর্ব। প্রতিপর্বের মত আজকের পর্বেও থাকবে ভিডিও টিউটোরিয়াল। এখন থেকে আরো ক্লিয়ার ভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হবে তার কারণ আগামীতে যত গুলো টিউন আসবে সব গুলো কঠিনের দিকে যাবে।
ভয় পাওয়া যাবে না। আমি সুন্দর করে বিশ্লেষন করে দিবো ইনশাহ আল্লাহ।

তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।
আপনার ড্যাসবোর্ড থেকে চলে যান সি প্যানেলে এবং নিচের দিকে ক্রল ডাউন করুণ এবং ফলো করুন স্ক্রিনশট। Softaculous Apps Installer

Softaculous Apps Installer এ ক্লিক করুন

এর পর দেখুন
WordPress & Joomla

বিঃদ্রঃ আপনার আইপি নিয়ে যদি সমস্যা করে তাহলে আপনার ব্রাউজারের কুকিজ গুলো ডিলিট করে দেবেন, তাহলেই হয়ে যাবে।

এর পর ওয়ার্ডপ্রেস এ ক্লিক করুণ
ওয়ার্ডপ্রেস

দেখুন বেশ কিছু অপশন আছে
তার মধ্যে

Install

Install, Overview, Features, Screenshoot, Demo, Ratings, Review.
আপনি চাইলে সব গুলোর মধ্যে কি আছে কি না আছে সব দেখে নিতে পারেন।

আমরা এবার চলে যাবো ইন্সটলে।
ইন্সটল করতে গেলে আমাদের কিছু বক্স ফিলাপ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কোথায় কি লিখতে হবে।
সফটওয়্যার সেটাপ

Software setup

প্রথম বক্সে দেখুন বলা হইছে আপনার ডোমেইনে কি এস এস এল সার্টফিকেট সেটাপ করা আছে?
যদি থাকে তাহলে https:// প্রটকল সিলেক্ট করুণ।

যেহেতু আমাদের এস এস এল সার্টিফিকেট নেই সেহেতু আমরা http:// প্রটকল দিয়ে সাটাপ করব, এবং আগামীতে এসএসএল সেটাপ করে নিবো।

এর পর Choose Domain এর কথা বলছে।
আপনার যদি ডোমেইন ক্রয় করা থাকে তাহলে সেটাপ করবেন আর যদি না থাকে তাহলে সাবডোমেইন দিয়েই চালাতে হবে আগামীতে আপডেট করে নিলেই হবে।

এর পর আছে ডিরেকটরি।
আপনি কোন ডিরেকটরিতে ইন্সটল করবেন? wp? নাকি wp-admin এ? যে কোনো একটা দিলেই হবে।

এর পর আপনার সাইটের নাম, সাইটের সাবটাইটেল ইউজার নেইম, পাসওয়ার্ড এডমিনের ইমেইল,থিম সিলেক্ট করে, মেইন ইমেইল দিয়ে ইন্সটল করুণ।

ইন্সটল করুন।

বুঝতে সমস্যা হলে ভিডিও দেখুন

আশা করি বুঝতে পেরেছেন।
এর পরের পর্বে থাকবে ড্যাসবোর্ড নিয়ে আলোচনা।

আমার টিউন গুলো যদি আপনার ভাল গেলে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুণ

আমাদের টেক & টক ইউটিউব চ্যানেলে। আশা করি আপনার প্রয়োজনিয় সক্ল টিউটোরিয়াল পাবেন এখানে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সমস্যা হলে কমেন্ট করবেন, মেসেজ করুণ ফেসবুকে সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ।

10 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ৪"

  1. Ashraf uddin Author says:
    আমাকে কিছু হেল্প করেন।
    1. Server Error Author Post Creator says:
      কি হেল্প ভাই??
    2. Ashraf uddin Author says:
      এফ বিতে আসেন
    3. Server Error Author Post Creator says:
      ok vai
  2. Md Hamim Contributor says:
    Via ai BASIC gulo mona hoi sobai jana. New kese dakhan
    1. Server Error Author Post Creator says:
      ভাই ধীরে ধীরে গাছে উঠতে হয়, এক লাফে উঠতে গেলেই পরে যাবেন এবং কমর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে বিস্তারিত টিউন করব। ধন্যবাদ ভাইয়া।
    2. Md Hamim Contributor says:
      Ja gasa uth ta jana na sai dhera dhera udba
    3. Server Error Author Post Creator says:
      ওকে ভাই আপনি সেই লেভেল এর এক্সপার্ট, ধন্যবাদ আপনাকে।
  3. Mahbub Subscriber says:
    site khulle ki kisudin por site ban hoye jabe??
    1. Server Error Author Post Creator says:
      নিয়ম শৃঙ্খলা বজায় থাকলে কিছু হবে না।

Leave a Reply