বিসমিল্লাহির রাহমানির রাহিম
কি খবর সবার? আশা করি ভাল আছেন সবাই?
একটু শারীরিক সমস্যার জন্য শুক্রবারের টিউন শনিবারে লিখতে হচ্ছে এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আজকের পর্ব দিয়ে আমরা চলে যাবো ০৭ম পর্বে।
আমাদের কাজও অনেক দূরে এগিয়ে এসছে।
সতর্কতা করি আগেই
ব্যাকাপ নামে কিছু জানেন?
কিভাবে ব্যাকাপ করতে হয়?
আজকে আমাদের টিউনের আলোচ্য বিষয় হলো ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন এবং অ্যাপারেন্স কাস্টোমাইজেশন।

তো চলুন মূল আলোচনায় যাওয়া যাকঃ
থিমস কি?

থিমস হলো আপনার ব্যবহার করা ইন্সটারফেস যেটা আপনি দেখছেন বিভিন্ন ডিইজাইনের।
আমরা আমাদের সাইট গুলোতে যে সব ইউজার ইন্টারফেস ব্যবহার করি সেগুলোই হলো থিমস।
আমরা আমাদের সাইটের সুন্দর্য বৃদ্ধি করার জন্যেই মূলত থিমস ব্যবহার করে থাকি।

আমরা আমাদের পছন্দ মত থিমস ডিজাইন করতে পারি আবার একদম নতুন ভাবে ক্রিয়েটও করতে পারি।
অবশ্যই দেখাবো কিভাবে থিমস ডিজাইন করতে হয়।
তো থিমস এর ব্যাপারগুলো ভিন্ন। একেকটা থিমে একেকর ধরনের ফিচার যুক্ত করা থাকে।

ওয়ার্ডপ্রেসে অনেক থিমস পাবেন ফ্রিতে।
আবার এই একই থিমস পাবেন পেইড ভাবে ক্রয় করলে।
কারণ থিমস ক্রয় করে অনেক বেশি ফিচার পাবেন এবং ইচ্ছা মত কাস্টমাইজ করে নিতে পারবেন।

থিমসের প্রকারভেদ আছে অনেক গুলো
আমরা যদি ই-কমার্স সাইট বানাই তাহলে ই-কমার্সের জন্য ভিন্ন থিমস ব্যবহার করতে হবে ভিন্ন কলামের থিমস ডেভেলপ করতে পারি।
যদি টেকনোলজি নিয়ে সাইট তৈরি করি, তাহলে অবশ্যই টেকনোলজি বিষয়ক থিমস সিলেকট করে ভিন্ন কলামে সেটাপ করবো।

আজকে আমি সে গুলো নিয়েই টিউটোরিয়াল বানিয়েছি। যেগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে।

এবার আসি অ্যাপারেন্স এর ব্যাপারে। অ্যাপারেন্স হলো
থিমস এর ভেতরের বিষয় বস্তু। থিমসের ভেতর আরও থাকবে ইডিট, কাস্টোমাইজ, প্লাগিন, ইত্যাদি।
আবার ভেবে নিয়েন না এই প্লাগিন আবার মূল প্লাগিনের বিষয়। তাহলে ভুল হবে।

টিউটোরিয়াল দেখুনঃ

https://youtu.be/czfiwkjFlQc

অনুরোধ থাকবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার।
সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন
লাইক করুন।
সাথে থাকুন, পাশে থাকুন, কাছে থাকুন। 1Tech

তো তাহলে ডিজাইন করুন। আমি আজকে আসি
দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন সুন্দর সুস্থ্য থাকুন
সাথে থাকুন টেকনোলজির।
যদি কোনো সমস্যা হয় তাহলে
ফেসবুকে মেসেজ করবেন।

ধন্যবাদ সবাইকে

28 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ০৭ থিমস এবং অ্যাপারেন্স ডিজাইন"

  1. Avatar photo Arshad Prottoy Contributor says:
    ভাই পোস্ট আকারে কিছু লিখলে ভাল হতো।youtube এ অনেক এম্বি খায়।
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ঠিক আছে ভাইয়া, ইনশাহ আল্লাহ্‌ আগামী টিউনেই ক্লিয়ার করার চেষ্টা করবো, ধন্যবাদ আপনাকে।
  2. Avatar photo MD Mizan Author says:
    এতদিন পরপর পোস্ট করলে কেমনে কি হবে?
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ব্যস্ত থাকতে হয় ভাইয়া, তার পরেও চেষ্টা করি সময় বের করে আপনাদের সাথে শেয়ার করার, ধন্যবাদ ভাই। ইনশাহ আল্লাহ্‌ আগামী টিউন গুলো খুব দ্রুত লিখে ফেলবো।
    2. Avatar photo MD Mizan Author says:
      গুড
    3. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Avatar photo MD Mizan Author says:
    আর বিস্তারিত সব পোস্টেই দিতেন?
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      আচ্ছা ঠিক আছে পরে যদি আবার বলেন টিউটোরিয়াল দিতে তাহলে সেই একি কথা হবে, তাই কষ্ট হলেও দুইটাই করবো। ধন্যবাদ ভাই
    2. Avatar photo MD Mizan Author says:
      হু
  4. PRINCE Contributor says:
    Argent akta imo id hack kore diben kew vai
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      এসব করে লাভ কি ভাই? বাদ দে না এসব?
  5. ট্রিকবিডিতে ভিডিও পোস্ট নিষেধ।এগুলো টেকটিউনসে পোট করুন।
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      আচ্ছা, ধন্যবাদ
  6. Avatar photo Abuhurayra Contributor says:
    হা ভাই পোস্ট আকারে লেখেন
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ওকে ভাইয়া পোস্ট আকারে দিবো বাকি গুলো, ধন্যবাদ।
    2. Avatar photo Abuhurayra Contributor says:
      oke
  7. Avatar photo Mdaltuf Contributor says:
    Valo hoica
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  8. Avatar photo Mdaltuf Contributor says:
    Vai kivabe 17 take a 1 GB er mayed barabo vai kew jenla blun plz
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      জানা নেই ভাইয়া ?
  9. Avatar photo Shariar R. Arif Contributor says:
    English song download korbo….??? valo akta site er nam bolun….?????
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ইউটিউব হচ্ছে সব চাইতে ভাল সাইট, আপনি শুধু গানের নাম লিখবেন বাকি কাজ ইউটিউব করে দেবে। এরপর টিউব ম্যাট অথবা স্ন্যাপ টিউব দিয়ে ডাউনলোড করে ফেলেন। ধন্যবাদ ভাই।
  10. Avatar photo ইমরুজ Legend Author says:
    রিপোর্টেড।
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া, রিপোর্ট করার জন্য, ভাল থাকুন।
    2. Avatar photo Tahsin Author says:
      শুধু শুধু এসব আ_ল দের পেছনে আর কত সময় নষ্ট করবেন?
    3. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      কিছু শেখানোর জন্যই তো কষ্ট করতে হয়। বাদ দেন ভাই, যার যার মনের ব্যাপার। আপনি কেমন সেটা আপনার ভিতরে গিয়ে জানতে হয় না, আপনি আমার সাথে কথা বললেই বুঝবো আপনি কেমন। ঠিক বললাম কিনা ভাই? ধন্যবাদ ভাই আপনাকে।
  11. Avatar photo Sohag Author says:
    bro themes ar link ta den
    1. Innovations Insight Logo শিশির Author Post Creator says:
      ওয়ার্ডপ্রেসে গিয়ে শুধু এটা লিখবেন north-shore.1.0.04 এর পর ডাউনলোড করে ইন্সটল করলেই হয়ে যাবে, ধন্যবাদ ভাই।

Leave a Reply