টাইটেল দেখেই অনেক টা বুঝতে পেরেছেন।


লেখা কে ভয়েজে রূপান্তর করার জন্য আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ ই পাবেন।

কিন্তু আমি একটা ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেখানে আপনি এতটাই সুন্দর ভাবে আপনার টেক্সট কে ভয়েজে রূপান্তর করতে পারবেন, যে অন্য কোনো অ্যাপ দিয়ে তা সম্ভব নয়।

তাছাড়া অনেক ইফেক্ট ও থাকছে।

চলুন শুরু করা যাক

তবে তার আগে বলে দিচ্ছি আমি যেই সার্ভার থেকে এটা দেখাচ্ছি সেই সার্ভার টা আমার নয়।

আমার বানানো নয়

তাই আমি ছাড়াও অন্য কেউ অন্য কোথাও এই ওয়েবসাইট সম্পর্কে পোস্ট হতে পারে।

তবে আমি দেখিনি।

দেখলে অবশ্যই তার ক্রেডিট দিতাম।

আর অনেকেই হয়তো এই সাইট (ODDCAST) চেনেন। চিনলে ভালো, না চিনলে পোস্ট টি সম্পুর্ন পড়ুন।

প্রথমে এখানে ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করুন।

তারপর আপনি যে লেখা টুকু ভয়েজে রূপান্তর করতে চান, সেই লেখা টুকু লিখবেন।

কোথায় লিখবেন সেটা দেখুন নিচের ছবিতে দেখানো হয়েছে।

 

তারপর এটা প্লে করার জন্য নিচের দেখানো ছবির Say It এ ক্লিক করুন।

ভয়েজ চেঞ্জ করার জন্য নিচের ছবিতে দেখানো Voice অপশনে ক্লিক করুন।

Effect থেকে আপনি আপনার কাঙ্খিত ভয়েজ টি কে বিভিন্ন ইফেক্ট দিয়ে শুনতে পারবেন।

দেখুন কতগুলো ইফেক্ট আছে।

 

এই ভয়েজ শনার পরে যে ভয়েজ টা আপনার ভালো লাগবে, সেই ভয়েজ টা mp3 হিসেবে পেতে আপনার কম্পিউটারে কোনো একটা রেকর্ডার ব্যবহার করুন।

আপনি চাইলে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারেন।

মানে আপনি স্ক্রিন রেকর্ড চালু করে ভয়েজ টা শুনলেন। এবং তার পর সেটা যে কোনো mp3 Cutter দিয়ে কেটে নিলেন।


পোস্ট পড়ে ক্লিয়ার বুঝতে না পারলে নিচের ভিডিও টি দেখুন।

 

 

ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

(এখানে ক্লিক করে _ আমার ইউটিউব চ্যানেল টি ঘুরে আসুন। প্রয়োজনীয় ৬০+ ভিডিও আছে)

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

6 thoughts on "(For_DJ_Gang)- আপনার নিজের নামেই DJ গান বানান। লেখা কে ভয়েজে রূপান্তর করার জন্য এই সাইটের জুড়ি মেলা ভার।"

    1. Tuhin Author Post Creator says:
      tnx 4 ur comment
  1. JS JIBON Contributor says:
    bro android a hobe ki
    1. Tuhin Author Post Creator says:
      yes
  2. Nur Md Nirob Contributor says:
    ওয়াও
    1. Tuhin Author Post Creator says:
      tnx

Leave a Reply