ট্রিকবিডিতে এমন অনেক ভিজিটরস আছে যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট আছে।
এদের মধ্যে অনেকেই হয়ত এই ট্রিক টা জানেন।
আবার অনেকেরই অজানা।
যারা জানেন তার পোস্ট টি এড়িয়ে যান।
আপনারা হয়ত জানেন ট্রিকবিডিতে অথর রা পোস্ট করার সাথে সাথে অটোম্যাটিক এড কোড বসানো হয়ে যায়। ম্যানুয়ালি বসানো লাগেনো।
আপনার ওয়েবসাইটেও কীভাবে এই সিস্টেম চালু করবেন তাই দেখাবো আমার আজকের পোস্ট এ।
##প্রথমে আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেল এ জান।
##তারপর Plugin থেকে Add New তে ক্লিক করুন।

##এরপর নিচের দিকে স্ক্রল করুন।
##ট্যাগ থেকে ads এ ক্লিক করুন।

##তারপর আবার নিচের দিকে স্ক্রল করুন।
##নিচের স্ক্রিনশট এ দেখানো প্লাগিন টা ইন্সটল করে এক্টিভ করুন।

##তারপর Post Averts>>>Post Advert এ জান।

##নিচের মত সেটিং করে সেভ করুন।

##তারপর আবার Add New তে ক্লিক করুন।

##নিচের মত করে সেটিং করে পাব্লিশ করে দিন।

##বিঃদ্রঃ Ad Code এর জায়গায় আপনার নিজের Ad Code বসাবেন।
##বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
নিয়মিত অনলাইন আর্নিং টিপস পেতে ভিজিট করুন www.mxtricks.com

9 thoughts on "WordPress Website এর পোস্ট এ অটো এড কোড বসানোর নিয়ম।"

    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      thx
  1. Mahbub Pathan Author says:
    সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন।
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      Thanks bro
  2. Avatar photo Shahin Contributor says:
    ফেসবুক হ্যাক এর নতুন একটা বিষয় নিয়ে পোস্ট করেছি।
    admin ভাইয়া যদি অনূগ্রহপূর্বক পোস্টটি review করতেন তাহলে অনেকেই বিষয়টা জানতে পারতেন।
    ধন্যবাদ।
  3. Avatar photo Nayon Sorkar Contributor says:
    ভাই ব্লগার এ কি এমন কোন সিস্টাম আছে বা কোন কোড থাকে একটু দয়াকোরে জানাবেন।

Leave a Reply