কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আজ আমরা ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী এর সিরিজ পোষ্ট এর তৃতীয় পর্ব শুরু করছি। প্রথমেই বলে নিই: আপনি যদি পূর্বের দুইটি পোষ্ট পড়ে থাকেন তাহলে এখান থেকে শুরু করেন আর যদি এই পোষ্টে নতুন হন তাহলে পূর্বের দুটি পোষ্ট পড়ে আসুন। এই সিরিজের সবগুলো পোষ্টের লিং পাবেন পোষ্ট এর নিচে।
style.css
header.php
index.php
footer.php
single.php
sidebar.php
functions.php
এবার এখান থেকে এই ছবি টা ডাউনলোড করে ঐ ফোল্ডারে ফাইল গুলোর সাথে রেখে দিবেন ভুলেও রিনেম করবেন না (screenshot.jpg থাকবে)।
এখন তাহলে আপনার ফাইল সহ ফোল্ডারটি হল এই রকম:
আজ এই খানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এই ফাইলগুলোতে কোড যোগ করব। সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।
ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী: পর্ব-১, সার্ভার প্রস্তুতকরণ ও কিছু সাধারণ বিষয়ের উপর আলোচনা।
ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী: পর্ব-২, ওয়ার্ডপ্রেস থিম এর লে-আউট পরিচিতি।
ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরী: পর্ব-৩, প্রয়োজনীয় ফাইল-ফোল্ডার তৈরী।
এই পোস্টে ২-৩ টা ফাইলে কোড যোগ করে দেখালে ভালো হতো।
YouTube Video Grabber Script
plsss next post gula aktuu taratari koiren
Na ai pojonto na ki
Tahole to kicoy shikka hoylo na
Text ta thakle kico hobe