আসসালামুআলাইকু। আশা করি আপনারা সবাই ভাল আছেন।এই পার্টটি দিরে অনেক দেরি করে ফেললাম।এর জন্য আমি দুঃখিত।
আজকের টপিকঃ
Theme Install করা
## তো চলুন শুরু করা যাক…
প্রথমে থীম টি ডাউনলোড করে নিন এখান থেকে…
ডাউনলোডঃ ক্লিক করুন
ডাউনলোড শেষ হলে আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।তারপর নিচের Sshot এর মত কাজ করে Theme টি আপলোড দিয়ে নিন।
প্রথমে উপরের বাম কর্নারে ৩লাইন্সে ক্লিক করুন।তারপর…
এরপর ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করুন এবং Upload এ ক্লিক করুন।কিছুক্ষন পর আপলোড complete হলে নিচের sshot এর মত activate এ ক্লিক করুন।
আপনাদের সাইটে theme টি একটিভেট হয়ে গেছে।এখন সাইট টি ভিজিট করলে নতুন থীমটি দেখতে পারবেন।থীম টি ইন্সটল করার পর থীম টি কিছু প্লাগিন ইন্সটল করতে বলবে সেগুলা যেভাবে করবেনঃ
Bulk Action টাতে ক্লিক করে ওখানে Install select করুন…
Plugin গুলো ইন্সটল হয়ে গেলে activate করে দিবেন।তারপর উপরের বাম কর্নারের ৩লাইন্সে ক্লিক করে একটা অপশন দেখতে পারবেন “Voice Theme Option”।সেখান থেকে আপনারা সাইটটিকে এডিট করতে পারবেন।এড বসাতে পারবেন,লোগো চেঞ্জ করতে পারবেন।এছাড়াও তাদের কিছু ডেমো সাইট আছে সেগুলো import করতে পারবেন।
আশা করি আপনারা সাইটের বাকি কাজ গুলো করতে পারবেন।এখানে আর তেমন কিছুই নেই।ক্যাটগরি খোলা,পেজ খোলা,পোষ্ট করা ইত্যাদি।
তো আজ এই পর্যন্তই।সময়ের অভাবে আছি একটু তাই পোষ্ট বড় করতে পারলাম না।আপনারা আপনাদের সাইট লিংকগুলো(স্পেস দিয়ে) কমেন্ট করুন দেখি কেমন বানিয়েছেন।আর সাইটে পোষ্ট করতে থাকুন আর হ্যা পোষ্ট গুলো নিজেই লেখবেন কপি-পেস্ট করবেন না।Thumbnail গুলো copyright free ইউস করবেন।তাহলে আমাদের SEO করার কাজটি আরো সুবিধা হবে।
যত তাড়াতাড়ি সম্ভব আমি SEO Tutorial শুরু করে দিব।ততদিন আপনারা পোষ্ট করতে থাকুন…
12 thoughts on "[Tutorial] Free তে একটি সুন্দর WordPress Blog বানাই {with demo} | Bonus:SEO Tutorial (Part-4)"