আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন টাইটেল দেখে হয়তো বোঝে গেছেন আজ আপনাদেরকে কি চমক দিতে যাচ্ছি। তো চলুন শুরু করি।    ধরেন চুর যদি আপনার ঘরে চুরি করতে চায় কিন্ত সে ঘরের দরজা খুজে পেলো না। তাহলে কিন্ত তার জন্যে চুরি করাটা অনেক কঠিন হয়ে যাবে। তেমনি আমারা কিন্ত সবাই জানি কোর ওয়ার্ডপ্রেস সাইটের ডোমেন এর পরে your domain/wp-admin এটা এ্যডমিনদের লগ-ইন ইন্টারপ্রেস। এখন আপনি যদি এটা চেন্জ করেদিন তাহলে কেমন হয়,,অবস্যই ভালো হবে তার জন্যে আপনাকে একটি প্লাগিন ইনস্টল করতে হবে। তো নিচ থেকে প্লাগিনটা ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করেন।

এখন প্লাগিনটা ইনস্টল করে এক্টিব করার সাথে সাথেই wp-admin চেন্জ করার অপশন চলে এসেছে।

এবার এই বক্সে login লিখা কেটে দিয়ে আপনার যা মন চায় তাই দিতে পারেন চাইলে আপনার নাম ও দিতে পারেন।এখন Save change এ ক্লিক করেন । আপনার কাজ হয়ে গেলো আবার এটা চেন্জ করার জন্য আপনাকে সেটিং এ পার্মালিনক্স  এ যেতে হবে।

আশাকরি বোঝতে পারছেন যদি কোন সমস্যা হয় কমেন্ট এ বলতে পারেন। এরপর আপনাদের মাজে অসাধারন কিছু ওয়ার্ডপ্রেস মোবাইল থিম নিয়ে হাজির হবো ততক্ষন পর্যন্ত Trickbd.com  সাথেই থাকেন
……আল্লাহ্ হাফেজ…

6 thoughts on "ওয়ার্ডপ্রেস এর wp-admin Url চেন্জ এবং আপনার ওয়ার্ডপ্রেসে হ্যকিং থেকে বাচুন"

  1. Avatar photo Sharif Contributor says:
    প্লাগিন ছাড়া কি হয় না?
    1. Avatar photo Mehedi Hasan Author Post Creator says:
      Hmm

Leave a Reply