আসসালামু আলাইকুম ও আদাব

    আপনারা সকলে কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো।

    একটা কথাঃ

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

    আজকের পোষ্টঃ

আজ আপনাদের শেখাবো কিভাবে ফিচার্ড পোষ্ট এড করবেন।প্রথমেই বলি আমি এই পোষ্টটা দিতে দেরি হওয়ায় দুঃখিত।আমি এবিষয়ে আর পোষ্ট করতে চাচ্ছিলাম না।কারন অনেকেই বলছে এগুলা আবার পোষ্ট হলো।তাই আমি আর করতাম না।কিন্তু অনেকেই রিকুয়েষ্ট করছে তাই দিলাম।আর যদি ভালো সাড়া পাই আর কয়েকটা পার্ট দিবো।কমেন্ট করে মতামতটা অবশ্যই জানাবেন।চলুন আসল কাজে যাই।আজ আপনাদের যেটা শেখাতে চাচ্ছি ওটা করতে হলে নিচের স্টেপগুলো ফলো করতে হবে।
yoursitelink/wp-admin এখানে যান।
১.মেনুতে ক্লিক করুন

২.”পোষ্ট” অপশনে ক্লিক করুন।

৩.”অল পোষ্ট” অপশনে ক্লিক করুন।

এবার আপনি পোষ্ট লিষ্ট দেখতে পাবেন।
৪.আপনার পছন্দের পোষ্টে/ইডিটে ক্লিক করুন।

৫.এবার আপনি দুইটি অপশন দেখতে পাবেন একটা Standard আরেকটা Fecured।আপনি ২য়টাতে টিক দিন।

৬.এবার পাবলিশ এ ক্লিক করুন।

*প্রমান দেখুন আমার ঐ পোষ্টটা এড হয়েছে

আর ঐ মতামতটা জানাবেন।
……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।

Contact Me On Facebook

.
জাভা,এনড্রইড ও ওয়াপকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।

    খোদা হাফেজ

8 thoughts on "[Part 2]জাবা দিয়েই শিখব ওয়ার্ডপ্রেসঃকিভাবে ফিচার্ডপোষ্ট এড করবো।"

  1. Avatar photo MD Osman Gani Contributor says:
    😀 আপনি তো Android Phone এ জাভা অপেরা Install করে সেটা দিয়ে দেখাচ্ছেন ।
    1. Avatar photo Md Nabid Islam Author Post Creator says:
      না এটা কাজ করবে জাভা দিয়ে।আর আমার এনড্রইড নাই।কিভাবে করব??
  2. Avatar photo Anik mondol Contributor says:
    Next part plz
  3. Avatar photo nahid Author says:
    Ata jani.Logo kibave change kore ata niya post koro
  4. Shaom Contributor says:
    ব্রো খুব ভালো পোষ্ট করছেন। আরো এইটা নিয়ে পোষ্ট করুন। কোন বলদ কি বললো তাতে যায় আসেনা
  5. Avatar photo Anik mondol Contributor says:
    Next part কখন দিবেন
  6. Avatar photo Nishan khan Subscriber says:
    egulu bepare aro post dan bro..

Leave a Reply