আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে, আশা করি ভালোই আছেন?
আজকে আমি আপনাদের-কে দেখাবো কিভাবে QR Code তৈরী করবেন?
আমরা অনেকেই অনেক জিনিসে QR Code দেখতে পাই, চিপস এর প্যাকেটে, বিস্কুট এর প্যাকেটে, লূডুস এর প্যাকেটে ইত্যাদি নানান জায়গায় একটু লক্ষ করলেই এই QR Code ব্যবহার আমাদের নজরে পড়বে।
যতোই দিন যাচ্ছে QR Code ব্যবহার করে ভিজিট করার জনপ্রিয়তা ততোই বেড়ে যাচ্ছে,
ও আরেকটা আমরা কোনো বিকাশ এজেন্টের দোকানে যখন বিকাশ থেকে টাকা ক্যাশআউট করতে যায় তখন ক্যাশআউট করার সময় নাম্বার না দিয়ে বিকাশ এপস দিয়ে এজেন্টের QR Code টি স্কেন করলেও কিন্ত সঠিকভাবে পেমেন্টটি চলে যায়।

[উপরের ছবিটি একটি QR Code]
আপনি আজকের এই টিউটোরিয়ালটি দেখে আপনার সাইট, ফেসবুক প্রোফাইল, পেজ, কিংবা যেকোনো লিংক এড্রেস কে এই QR Code এ রুপান্তরিত করতে পারবেন।
এরপর আপনার তৈরী QR Code টি কেউ তার ফোনে অথবা পিসিতে ব্রাওজারে স্কান করলেই আপনার এড্রেসে প্রবেশ করবে।
এবার আসুন মেইন টোপিকস-এ, দেখে নেই কিভাবে এই QR Code Genarate করতে হয়?

সবার প্রথম
এই লিংকে যান 
তাহলে উপরের মতো একটি পেজ আসবে সেখানে আপনার মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করুন।

এবার আপনার মেইল চেক করুন।

উপরের সাবজেক্ট এর মতো একটি মেইল যাবে মেইলটি ওপেন করুন।

এবার একাউন্টটি একটিভ করার জন্য Activate Account এ ক্লিক দিন।
একাউন্ট এর কাজ শেষ এবার QR Code Generation এর পালা…

+ আইকোনে ক্লিক করুন।

যেটার QR Code Generate করতে চান সেইটা সিলেক্টেড করুন।

আমি ওয়েবসাইট সিলেক্টেড করেছি তাই এখন ওয়েবসাইট লিংক দিলাম,
আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্টেড করলে সেগুলোর লিংক দিবেন।

ব্যাস QR Code তৈরী হয়ে গেছে,
এবার ডাউনলোড করে উপভোগ করুন।
আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি,
আর হ্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন,
আল্লাহ তায়ালার ইবাদত করবেন,

আইটিজানো ডট কম,
আইটিজানো দিচ্ছে প্রতি পোস্টে ৭৳ টাকা,
থাকছে ২টি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ,
মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ হলে বিকাশে টাকা নিতে পারবেন। 

ভিজিট করুন


5 thoughts on "নিজেই নিজের ফেসবুক প্রোফাইল বা পেজ অথবা ওয়েবসাইট কিংবা যেকোনো লিংক এর QR code তৈরী করুন [সম্পূর্ণ ফ্রীতে]"

  1. NS Sabur Legend Author says:
    পোস্টে কনো স্ক্রিনশট কোথাই।
  2. NS Sabur Legend Author says:
    নাইচ
  3. M.d.Shahin Contributor says:
    Vi Kono Picturer QR Code Toyri Kora Jai Nah…?

Leave a Reply