আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা, এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আমি আজকের পোষ্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা জানবো কিভাবে অনলাইন অথবা ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ দিতে হয়। লেখাই কোন ভুল থাকলে ক্ষমা করে দিবেন। তো চলুন শুরু করা যাক।

ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অপেক্ষা রাখে না। চাইলেই আপনি এইচটিএমএল ও সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি ও মাইএসকিউএল জানতে হবে। এখন কথা হলো, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন।

১. লোকাল কম্পিউটারে। ( আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে )

২. ওয়েব সার্ভার। ( ইন্টারনেট লাইন ব্যবহার করে। ) সার্ভারে আবার দুই ভাবে সেটাপ করতে পারবেন।
  • সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে।
  • ম্যানুয়াল ডাটাবেজ তৈরি করে।

গত পর্বে আমারা দেখেছি কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। আর তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ওয়েব সার্ভারে ইন্টারনেট লাইন ব্যবহার করে সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটাপ দিবেন…

 

১. আপনার হোস্টিং সি-প্যানেল এ ব্রাউজ করুন। আপনার সি-প্যানেল ঠিকানা হবে cpanel.yourdomain.com। yourdomain.com এর জায়গায় আপনার ডোমেইনের নাম লিখুন। আবার নিচের মত পেজ আসবে ( ফ্রী হোস্টিং হলে লগইন পেজের চেহারা অন্যরকম হতে পারে)। সেখানে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন।

 

২. এবার আপনি আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করেছেন। সেখানে থেকে মাউস স্ক্রল করে সফটওয়্যার এবং সার্ভিস ( Software/Services ) নামের সেকশন থেকে Softaculous এ ক্লিক করুন। নিচের চিত্রের মত…

 

৩. উপরের Softaculous লিংকে ক্লিক করলে আপনি নিচের মত Softaculous এর ডিরেক্ট্রী পেজ পাবেন। এই ডিরেক্টরী থেকে আপনি সকল প্রকার পিএইচপি স্ক্রিপ্ট পাবেন ইন্সটল করার জন্য। যেমনঃ ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপিবিবি ইত্যাদি। ওয়ার্ডপ্রেস আইকনের উপরে মাউস হোভার করে ইন্সটাল বাটনে ক্লিক করুন। নিচের চিত্রের মতো করে…

 

৫. এবার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনের পেজ পাবেন সেখানে আপনাকে কিছু ইনফর্মেশন দিতে হবে। নিচের চিত্রের মত…

পুরুন করা হলে Install বাটনে ক্লিক করুন।

 

৬. এবার ইন্সটলেশন প্রোগ্রেস পেজ দেখতে পারবেন…

৭. সব কিছু ঠিকঠাক থাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি নিচের মত ওয়ার্ডপ্রেস সফল ইন্সটলেশন পেজ পাবেন। সাথে আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল হওয়া ডিরেক্টরী ঠিকানা এবং এডমিন প্যানেল ঠিকানা পাবেন নিচের মত…

 

৯. এবার আপনার সাইটটির ইউআরএল ব্রাউজ করুন।

 

আজ এখানেই শেষ করলাম কথাও বুজতে সমস্যা হলে কমেন্ট করুন।

আমার ফেচবুক লিংকঃ ক্লিক করুন

আমার পেজ লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুনঃ ক্লিক করুন

পরের পর্বে যা পাবেনঃ এডমিন প্যানেল পরিচিতি।

যারা ফ্রীতে ওয়েবসাইট ডিজাইন করে নিতে চান তারা নিচের ফরম পুরন করুন। Free WordPress Design & Developments আমার সাইট লিংকঃ www.wpdown.shop

7 thoughts on "ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল A to Z ( ৩য় পর্ব )"

    1. Freelancer Nurul Contributor Post Creator says:
      Welcome
    1. Freelancer Nurul Contributor Post Creator says:
      Thanks
  1. SR Shoruv Author says:
    ভাই কিভাবে ফ্রি ডোমেইন, হোস্টিং নিবো???
    জানাবেন প্লিজ। শেখার জন্য শুধুমাত্র। ই-কমার্স সাইট যখন তৈরি করবো তখন ডোমেইন, হোস্টিং কিনবো তার আগে শেখার জন্য ফ্রি চাচ্ছি।
    freenom এ কাজ করেনা। freeprohost এ সব প্লাগ ইন সাপোর্ট করেনা। একটু জানাবেন প্লিজ
    1. Freelancer Nurul Contributor Post Creator says:
      WordPres নিয়ে পোস্ট করা শেষ হলে। ফ্রি ডোমেইন, হোস্টিং নিয়ে পোস্ট করবো
    2. SR Shoruv Author says:
      WordPressনিয়েই যেহেতু পোস্ট করতাসেন সেহেতু আগে দিলেই ভালো হতো। কারণ পোস্ট দেখে প্রাক্টিস করা যেতো। যদি পরে দেন তাহলে এখন পোস্ট দেখা হবে শুধুমাত্র স্বান্তনা এছাড়া কোনো লাভ হবেনা?
      এখন আপনি ভালো বুঝবেন

Leave a Reply