??আসসালামু আলাইকুম??
আশা করি সবাই ভালোই আছেন আর TechskAJ এর সাথে থাকলে সবাই ভাল থাকবেন।
তো বন্ধুরা আমরা আজ শিখব কিভাবে wordpress ওয়েব সাইটে পারফেক্ট ভাবে ক্যাটাগরী তৈরি করবেন।
আমরা যারা প্রথম প্রথম ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করি তাদের প্রথম দিকে যে সমস্যাটা হয় তা হলো ক্যটাগরী সঠিক ভাবে তৈরী। কারন ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন ও থিম আপলোড করা একদম সোজা। তবে জারা ওয়ার্ডপ্রেসের প্রথম কাজ শুরু করে ব্লগিং বা ফোরাম নিয়ে তাদের যে সমস্যা টা হয় তা হলো ক্যাটাগরী নিয়ে। আমরা যদি সঠিক ভাবে ক্যাটাগরী তৈরী করতে না পারি তাহলে ক্যাটেগরী সঠিকভাবে সো ও হবে না এবং আমাদের সাইটে বিভিন্ন ডিবাগিং হবে। তো বন্ধুরা ওয়ার্ডপ্রেস সাইটের জন্যা ক্যাটেগরী টা হলো খুবই গুরুত্বপুর্ণ। আজ আমরা এই ক্যাটেগরী তৈরি করা শিখব। একদম সঠিক নিয়মে। তো চলুন শুরু করি, প্রথমে আপনার সাইটের এডমিনে জান, www.yoursite.com/wp-admin তারপর বামপাসের মেনু থেকে পোস্ট অপসনে ক্লিক করুন,

Thank yiy