আসসালামুয়ালাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হাজির হয়েছি আরো একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

how to add table of contents in wordpress


আজকের টিউটোরিয়াল এ আপনাদের দেখাব কিভাবে WordPress ব্লগ সাইটে টেবিল অফ কন্টেন্ট এড করবেন। তবে এই পুরো প্রক্রিয়াটি আমরা প্লাগইন এর মাধ্যমে সম্পন্ন করব। এতে কোন প্রকার কোডিং জ্ঞান প্রয়োজন নেই।


আজকের টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে ব্লগ পোস্ট এর মাঝে টেবিল অফ কন্টেন্ট এড করব।আরো দেখাবো কিভাবে সব পোস্ট অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট এড করবেন।


how to add table of contents in wordpress blog post

তো চলুন শুরু করা যাক:-


প্রথমে আমরা দেখব কিভাবে সিজ্ঞেল পোস্ট এ টেবিল অফ কন্টেন্ট এড করবেন।

সকল স্টেপ ফলো করুন।


১. প্রথমে আপনার সাইট এর ড্যাশবোর্ড এ চলে যান।



২. এইবার প্লাগইন এ যান এবং এড নিউ প্লাগইন এ যান।



৩. এইবার সার্চ বক্সে লিখুন ইজি টেবিল অফ কন্টেন্ট।




৪. এইবার যে প্লাগইন আসবে সেটি ইনস্টল করুন এবং এক্টিভ করুন।




৫. এইবার Setting এ যান।



৬. এইবার টেবিল অফ কন্টেন্ট এ ক্লিক করুন।



৭. এইবার পোস্ট এ টিক মার্ক দিয়ে সেভ করুন




৮.এইবার Post >> All post এ‌ যান এবং উক্ত পোস্টটি সিলেক্ট করুন যেই পোস্ট এ টেবিল অফ কন্টেন্ট দেখাবেন।



৯. এইবার scroll করে নিচে যান। দেখুন লেখা আছে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট এ টিক মার্ক দিন এবং নিচে থেকে হেডিং সিলেক্ট করুন।



১০. এইবার আপডেট এ ক্লিক করুন।




Done. আপনি সফলতার সাথে কাজ সম্পাদন করেছেন। এইবার যেই পোস্ট এ টেবিল অফ কন্টেন্ট লাগিয়েছেন ওই পোস্ট দেখুন। দেখুন টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে। আমাদের প্রথম কাজ শেষ।


এইবার আমরা দেখব কিভাবে সব পোস্ট এ অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট দেখাবেন।


১১. তো আবার setting >> table of content এ যান। Scroll করে নিচে নামুন। এবার auto insert option  পোস্ট এর উপর টিক চিহ্ন দিন এবং হেডিং সিলেক্ট করুন ।




কাজ শেষ এইবার দেখুন আপনার ব্লগের সব পোস্ট এ টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে।

Screenshot গুলো ভিডিও থেকে নেওয়া হয়েছে তাই বুঝতে সমস্যা হতে পারে। তাই কিছু না বুঝলেও মন্তব্য করবেন

how to add table of contents in wordpress post


আশা করি আজকের টিউন আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আরো মজাদার সব টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন।


ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঘরে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।??






































Leave a Reply