আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই হোস্টিং এর সাথে পরিচিত। কারন একটি হোস্টিং ছাড়া কখনোই একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। হোস্টিং মূলত একটি ওয়েবসাইটের মূল সার্ভার হিসেবে কাজ করে। যেখানে একটি ওয়েবসাইট এর সকল ধরনের ডেটা (ইমেজ, ভিডিও, ফাইল এবং অন্যান্য তথ্য) স্টোর/জমা করা থাকে।

তাই অবশ্যই একটি ওয়েবসাইটের হোস্টিং ভালো হতে হয়। তা না হলে পরবর্তীতে সেই ওয়েবসাইটটি নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে। তাহলে চলুন জেনে আসি বিশ্বের ১০টি ভালো হোস্টিং প্রোভাইডার সম্পর্কে…

• ব্লুহোস্ট (Bluehost):
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোস্টিং প্রোভাইডারদের মধ্যে ব্লুহোস্ট অন্যতম।

সুবিধা সমূহ:
১. আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ২৪/৭ দিন কাস্টমার সাপোর্ট পাবেন।
২. সাধারণত ব্লু হোস্টেল হোস্টিং নিতে হলে প্রতি মাসে আপনাকে $8.99 ডলার খরচ করতে হবে। তবে আপনি যদি নতুন ইউজার হন এবং প্রথম তিন বছরের জন্য ব্লু হোস্টের হোস্টিং নেন সেক্ষেত্রে আপনার মাত্র খরচ হবে $4.95।
৩. ফ্রি ডোমেইন এবং SSL সার্টিফিকেট পাবেন।
৪. ৩০ দিনের গ্যারান্টি পাবেন। ৩০ দিনের মধ্যে যদি তাদের সার্ভিস ভালো না লাগে, তাহলে আপনি তা ক্যানসেল করতে পারবেন।
৫. ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের জন্য উপযুক্ত।
৬. আপ টাইম ৯৯.৯৯%

• ড্রিমহোস্ট (DreamHost):
বিশ্বের আরেকটি জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার হচ্ছে ড্রিমহোস্ট।

সুবিধা সমূহ:
১. ড্রিমহোস্টে ও ২৪/৭ দিন কাস্টমার সাপোর্ট পাবেন।
২. এখান থেকে হোস্টিং কিনতে হলে আপনাকে প্রতিমাসে $7.99 ডলার খরচ করতে হবে। তবে বর্তমানে অফার প্রাইস $1.99 ডলার। আপনি চাইলে এখান থেকে তিন বছরের জন্য হোস্টিং কিনতে পারেন, সেক্ষেত্রে প্রতি মাসের জন্য খরচ হবে $2.95 ডলার।
৩. ফ্রী SSL সার্টিফিকেট পাবেন।
৪. ৯৭ দিনের গ্যারান্টি। এর মধ্যে আপনার যদি তাদের সার্ভিস ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি এটা ক্যানসেল করতে পারবেন।

৫. ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের জন্য উপযুক্ত।
৬. আপ টাইম ৯৯.৯৯%

• হোস্টগেটর (Hostgator)
আমাদের এই উপমহাদেশে হোস্টগেটর একটি জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার।

সুবিধা সমূহ:
১. এখানেও আপনি আপনার সমস্যা লাইভ সাপোর্ট এর মাধ্যমে সমাধান করতে পারবেন।
২. এখানে আপনি হোস্টিং কিনতে হলে আপনাকে প্রতিমাসে $5.08 ডলার খরচ করতে হবে। তবে আপনি যদি তিন বছরের জন্য হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে $2.64 ডলার।
৩. ৪৫ দিনের গ্যারান্টি। এই সময়ের মধ্যে তাদের সার্ভিস ভালো না লাগলে আপনি ক্যানসেল করতে পারবেন।
৪. ওয়ার্ডপ্রেস সাইটের জন্য উপযুক্ত।
৫. আপ টাইম ৯৯.৯৯%

• গ্রীনগীকস (GreenGeeks):
গ্রীনগীকস হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার এর মধ্যে একটি।

সুবিধা সমূহ:
১. এখানে আপনি ২৪/৭ দিন লাইভ সাপোর্ট পাবেন।
২. এখানে আপনি হোস্টিং কিনতে হলে প্রতিমাসে আপনাকে $10.95 ডলার খরচ করতে হবে। তবে আপনি তিন বছরের জন্য কিনলে $2.95 ডলার খরচ হবে।
৩. এই হোস্টিং দিয়ে সকল ধরনের ওয়েবসাইটের জন্য উপযোগী।
৪. ফ্রী SSL সার্টিফিকেট পাবেন।
৫. আনলিমিটেড স্টোরেজ পাবেন।
৬. আপ টাইম ৯৯.৯৯%

• সাইটগ্রাউন্ড (SiteGround):
সাইটগ্রাউন্ড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোস্টিং কোম্পানির মধ্যে একটি। এদের অনেক পরিমান ইউজার রয়েছে।

সুবিধা সমূহ:

১. ২৪/৭ দিনের লাইভ সাপোর্ট এর সুবিধা।
২. এখান থেকে আপনি যদি এক বছরের জন্য হোস্টিং রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনার প্রতি মাসে খরচ হবে $3.99 ডলার।
৩. এখান থেকে আপনি ফ্রি SSL, EMAIL, CDN, & BACKUPS এর মত সুবিধা পাবেন।
৪. ৩০ দিনের গ্যারান্টি। এই সময়ের মধ্যে তাদের সার্ভিস ভালো না লাগলে আপনি সেটা ক্যানসেল করতে পারবেন।
৫. ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের জন্য উপযোগী।
৬. আপ টাইম ৯৯.৯৯%

উপরের হোস্টিং গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে, সেই হোস্টিং গুলোর ওয়েবসাইটে ভিজিট করুন।

এই হোস্টিং গুলোর সার্ভিসসমূহ আমার থেকে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

ওয়েব হোস্টিং (Web Hosting) কি? ওয়েব হোস্টিং কিভাবে কাজ করে What is web hosting in Bangla

কানাডা জব ভিসা 2022 | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা

5 thoughts on "বিশ্বের সবচেয়ে ভালো ৫ টি হোস্টিং (Hosting) কোম্পানি সম্পর্কে জেনে নিন"

  1. Sajid Blue Author says:
    বাংলাদেশেরে বেস্ট গুলা নিয়া লেখেন একটা
    1. Md Nuhu Author Post Creator says:
      ok thanks
    1. Md Nuhu Author Post Creator says:
      thanks
  2. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply