আসসালামু ওয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আজকের পোষ্টে দেখাবো
কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন | How To Create multi language website in wordpress
যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটর আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবে।তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে চলে যাওয়া যাক।
প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগিনের চলে যাব।
- প্লাগিন থেকে ইনস্টল প্লাগইন।
- এরপর অ্যাড নিউ ।
- এখানে সার্স করতে হবে gtranslate
- এরপরে ইনস্টল এ ক্লিক করুন।
- এখন প্লাগইনটি একটিভ করতে হবে
- প্লাগিনটি একটিভ করার পরে এখান থেকে সেটিং এ ক্লিক করতে হবে।
-
এরপরে এইখান থেকে (WidgetLook)–Nice Dropdowon With Flag সিলেক্ট করতে হবে
- তারপরে (Translate from)–English সিলেক্ট করতে হবে
- তারপরে (Show in menu:)–Primary Menu সিলেক্ট করতে হবে।
-
এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আপনি যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনার ওয়েব সাইটে এড করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ গুলিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
-
এরপরে আবার একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে Save Change বাটন এ ক্লিক করে সেটিংস টি সেভ করে নিতে হবে।
এখন আপনি যদি আপনার ওয়েবসাইট টি Front View করেন আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে এরকম একটি অপশন যুক্ত হয়েছে।
-
এখন এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। নিচে কিছু স্ক্রিনশর্ট উদাহরন স্বরুপ দেখানো হলো।
______________________________________________________________________________________________________________________________________
আমি পোস্টে বিষয়টি যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করেছি এরপরে ও আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি যদি এই বিষয়ে আরো ডিটেইলসে জানতে আগ্রহী হন সেক্ষেত্রে ভিডিও টি দেখতে পারেন।
আবেদনঃ
ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।
এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।
পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।
আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ
ধন্যবাদ সকলকে।?
6 thoughts on "কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন | How To Create multi language website in wordpress"