হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার, আজকে আমি একটু ইউনিট পোস্ট করতে যাচ্ছি.
কারন অনেক সময় আমরা, অনেক ইউটিউব চ্যানেল দেখে থাকি। এবং মাঝে মাঝে আমাদের জানতে ইচ্ছা করে যে এই ইউটিউব চ্যানেল টি মনিটাইজেশন পেয়েছে কিনা।
তো এটা আগে খুব সহজেই জানা যেত। কিন্তু এখন এটা একটু কঠিন হয়ে গেছে।
তবে আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা, জানতে পারবেন কোন ইউটিউব চ্যানেলটি মনিটাইজড নাকি মনিটাইজ না।
তো এর জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব।
যার নাম হচ্ছেঃ https://isthischannelmonetized.com/
তো সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে, তারপরে আমরা যে চ্যানেলটিকে চেক করতে চাচ্ছি তার ইউ আর এল কপি করে আনবো।
তো আমি এই মুহূর্তে এই AMV ভিডিওটি দেখতেছি, তো আমার মনে চিন্তা জাগে যে এরকম এডিটিং করে কি মনিটাইজেশন পাওয়া যায়!
তো আমি সর্বপ্রথম এই চ্যানেলের ভিতরে যাব, এবং এ চ্যানেলে ইউ আর এল টি কপি করে নেব.
কপি করা ইউআরএলটি https://isthischannelmonetized.com/ এই সাইটে এসে পেস্ট করে দিব।
এবারে চেক মনিটাইজেশন বাটন এর মধ্যে ক্লিক করব।
দেখুন নিচে আমাদের রেজাল্ট চলে এসেছে।
তো আমার খুব সহজে বুঝে গেলাম যে, আমরা চাইলেই জানতে পারবো কোন কোন চ্যানেলে আমরা মনিটাইজ নিতে পারব।
AMV চ্যানেলগুলোতে আমি আগে জানতাম না যে মনিটাইজ দেওয়া হয়.।
তো এখন আমি জানতে পেরেছি এসব চ্যানেল বানিয়েও আপনি ইনকাম করতে পারবেন।
তো আশা করি আজকের এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। দেখা হচ্ছে নেক্সট কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বাই বাই।
আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন নাঃ My Telegram