আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
যাদের YouTube Vanced এ Video buffering issue ঠিক হয়নি তারা নিচের স্টেপ গুলো ফলো করে এর সমাধান করে নিন।
নিজে Patch করে নেয়া ReVanced YouTube এর জন্য এই trick টি।
১। প্রথমে MicroG এর সেটিং ওপেন করুন।
Edit: New MicroG link (নতুন আপডেট করা MicroG download করে নিন।)
২। তারপর Google device registration এ ক্লিক করুন
৩। Select profile এ ক্লিক করুন এবং Real বা Emulator arm64-v8a অপশন সিলেক্ট করুন
৪। তারপর আপনার android ডিভাইস এর অ্যাপ সেটিংস এ গিয়ে MicroG এর জন্য battery optimization off করে দিন
৫। ফাইনালি আপনার ডিভাইস টি একবার Reboot করে নিন।
You must be logged in to post a comment.
এসবের বেজাল এরাতে YouTube Vanced official এটা ব্যবহার করুন। একটি অ্যাপ দিয়েই সবকিছু চলবে। কোন MicroG অ্যাপ ও লাগবে না।
ধন্যবাদ প্রিয় ভাই আমার প্রব্লেম সলভ হইছে🥰🥰
জেনে খুশি হলাম, ধন্যবাদ।
Gms core failing to run. এইটার সমাধান কি?
ভাই আপনার ক্ষেত্রে এই সমস্যাটা কখন হয়?
Android point koto apner
@rabbi
Android 14
Saiful8@ এপ ওপেন করলেই এই সমস্যা হয় আর Don’t kill my app এরকম একটা পেজে নিয়ে যায় ব্রাউজার থেকে৷
amaro same pblm…..IQOO Neo 9, Android 14
ভাই আপনার ডিভাইসের সেটিংস্ থেকে অ্যাপ এর battery optimization off করে নিতে হবে। ৪ নং স্টেপ টা আগে ফলো করুন।
এই সেটাপটা আইকো ফোনে নাই ভাই। আর ভিডিও বাফারিং আছেই😥
ভাই আমার pixel ৬ ফোন।প্রথম ৩ টা স্টেপ করে দেখেছি সমাধান হয় না।আর battery optimization অফ করার অপশন টা ফোন এ কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। একটু রিপ্লে দিয়েন প্লিজ কিভাবে কি করবো।