আসসালামু আলাইকুম সবাইকে।

কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন।

তো আজকে আপনাদের সাথে একটি মজার মেথড শেয়ার করব। সেটা হচ্ছে আপনি চাইলে top music artists দের মিউজিক ভিডিও ইউটিউবে কপিরাইট ছাড়া আপলোড করতে পারবেন।

তো আসুন এই মজার মেথডটা আপনাদেরকে শিখিয়ে দেই।

স্টেপ ১ঃ YouTube এ গিয়ে সার্চ  বারের মধ্যে লিখুনঃ যে কোন ফেমাস artist name + “unreleased”

স্টেপ ২ঃ এবার যেকোনো অনলাইন থেকে ইউটিউব MP3 ডাউনলোডার ওয়েবসাইটে গিয়ে, আপনার সেই মিউজিক ভিডিওটি ডাউনলোড করে নিন ।

স্টেপ ৩ঃ এবারে এই গানটি কে আবারও Re-upload করে দেন ইউটিউবের মধ্যে তবে আপলোডের সময় নতুন একটি টাইটেল বা নাম দিবেন গানের এবং পাশে unreleased লিখে দিবেন।

আর এই স্টেপগুলোকে বারবার করে যান এবং এভাবে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে ।

তো এবার আসি এ পদ্ধতিতে ভিডিও আপলোড করলে কি আসলেই মনিটাইজেশন পাওয়া যাবে?

নিচের এই চ্যানেলটিকে দেখুনঃ এই চ্যানেলটি একই পদ্ধতিতে ভিডিও আপলোড করে।

এবারে আমরা এই চ্যানেলটি https://isthischannelmonetized.com/ এ গিয়ে চেক করব।

দেখুন এটি একটি মনিটাইজড এনেবল চ্যানেল।

যেহেতু এ গানগুলো কখনো পাবলিশ হয়নি, তাই এগুলো আপলোড করলে কোন কপিরাইট আসে না। আর আপনি চাইলে খুব সহজেই ফেয়ার ইউজের আন্ডারে এই ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন।

তো যাদের কাছে অনেক অনেক ফ্রি টাইম আছে তারা চাইলে এই মেথডটা ট্রাই করতে পারেন। আজকের পোস্ট এতটুকুই দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বাই বাই।

আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতেও ভুলবেন নাঃ https://t.me/freepremiumtips24

7 thoughts on "আপনি কি জানেন YouTube এ মিউজিক ভিডিও Re-Upload করে ইনকাম করা সম্ভব !"

  1. Rashidul Contributor says:
    গান গুলো পাবলিশ না হলে সেগুলো ইউটিউবে আসলো কিভাবে 🤔
    1. HridoySheikh7 Author Post Creator says:
      Aigulo unreleased song
  2. Rashidul Contributor says:
    আনরিলিজ কি সব শিল্পীদের নামে সার্চ করলে আসবে?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      sobar nao aste pare
  3. SagorSrkian Author says:
    Screenshot 1

    Screenshot 2

    These site saying that the channel is not monitized 😬

    1. HridoySheikh7 Author Post Creator says:
      ohh asolei to

Leave a Reply