Be a Trainer! Share your knowledge.
Home » Youtube » কি ভাবে YouTube artist verified apply করতে পারবেন 

কি ভাবে YouTube artist verified apply করতে পারবেন 

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

লিংকে গিয়ে Start এ ক্লিক করুন প্রথমেই

আমরা জানি যে Routenote একটি পপুলার music distribution

তাই, আজকের পোষ্টে দেখাবো কি ভাবে YouTube artist apply করতে পারবেন routenote এ

প্রথমে ফর্মে যাবেন, তারপরে আপনার মেইল দিবেন,

তারপরে routenote user and artist name দিবেন, তারপরে নিজের দেশের নাম আর চ্যানেল নাম আইডি দিবেন

তারপরে মিউজিক আর টপিক চ্যানেল লিংক আর টপিক চ্যানেলের মিউজিক লিংক দিবেন পরে music upc কোড দিবেন

পরে submit ক্লিক করলে ব্যাস কাজ শেষ, তারা আপনার এপ্লাই রিভিও করে জানিয়ে দিবে ফাইনাল ডিসিশন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

2 months ago (Sep 25, 2024)

About Author (48)

Fast Growth
author

আমি একজন সাধারন ইন্টারনেট ইউজার। আমি সর্বদাই শিখতেছি, যদি মনে হয় এটা অন্যকে জানালে তার উপকার হবে তাহলেই আমি সবার মাঝে সেটা ছড়িয়ে দেই।

Trickbd Official Telegram

6 responses to “কি ভাবে YouTube artist verified apply করতে পারবেন ”

  1. Tahasan Tanvir Contributor says:

    আমি একটা ফ্রী মিউজিক ডিস্টবিউটর থেকে মিউজিক পাবলিশ করেছি যেখানে ইউটিউব আর্টিস্ট ক্লেইম করার অপশন নাই সেইটা কিভাবে ক্লেইম করতে পারি ?

  2. Robin Ahmed Author says:

    Bro routenote e toh agey music distribution koruk tarpor na sekhan theke claim korbe😑 music distribution korlo onno level theke r clam routenote theke..ajob😑 full clear lekhen

Leave a Reply

Switch To Desktop Version