যাইহোক!
কাজের কথায় আসি। কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ভিডিও সিইও করবেন?
প্রতিটা ইউটিউবারই চায় তার চ্যানেলটি কেউ search দিলে চ্যানেলটি সবার আগে থাকুক/তার ভিডিওটি অনেক বেশি ভিউ হোক।
পোস্টটি শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে’
✈ ইউটিউব চ্যানেল খোলার পর এবং ভিডিও আপলোড দেয়ার পর ভিউয়ার না পাওয়ার কারনে হাল ছেরে দেন।
✈ সাবস্ক্রাইব না পাওয়ার কারনে অনেকেই ইউটিউব থেকে সরে আসেন। এটা কিন্তু মোটেও কাম্য নয়।
✈ আপনাকে অবশ্যইই ধৈর্য ধারন করতে হবে। নিয়মিত কাজ করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে।
✈ কখনোই ধৈর্যহারা হবেননা। মনে রাখবেন ধৈর্যধারন কারীদের সাথে আল্লাহ্ আছেন ☺ ধৈর্যধারন করে নিয়মিত কাজ করে যান ইনশাআল্লাহ সফল হবেন!
✈ আমার কথাই আমি বলি’ > আমার অনেক শখের একটা চ্যানেল ছিলো’ সাবস্ক্রাইবও ছিলো অনেক’ ভিডিও ভিও হতো অনেক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ‘ইউটিউব বিনা নোটিশে আমার চ্যানেলটি সাসপেন্ড করে দেয়!( কারন সম্ভবত Music Copyright / অন্য কিছু)
? যাইহোক নতুন আরেকটি চ্যানেল খুলেছি ২ সপ্তাহ হলো।ভিউ এন্ড সাবস্ক্রাইব তেমন না হলেও আমি কিন্তু হাল ছাড়িনি’। নিজের মতো করে কাজ করে যাচ্ছি’ AnD I Hope ‘ আমি আমার আগের স্থানে ফিরে যেতে পাড়বো
? OmG! কতো কথা বলে ফেললাম। যাইহোক চলুন আমরা কাজে চলে যাই।
Channel Seo
At first আমার চ্যানেলের কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই↓ দেখুন search দিলে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলটিই আসবে।↓
✈ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে’ চ্যানেল এর জন্য এমন একটি নাম সিলেক্ট করা। যে নামে ইউটিউবে আর কোন চ্যানেল নেই
✈ এরপর হচ্ছে ‘চ্যানেলটাকে সুন্দরভাবে সাজানো।
✈ এরপর Channel Description দিন।আপনার চ্যানেলটি কি সম্পর্কে.! আপনি কি কি পোস্ট করবেন ইত্যাদি ইত্যাদি ↓
✈ এখন আসি আসল কাজে’↓
প্রথমে আপনি আপনার মোবাইল থেকে Google chrome Browser টি Open করুন এবং দেখুন উপরে ডান পাশে তিনটি ডট দেখা যাচ্ছে সেখানে Click করে Request Desktop Version Mark করে দিয়ে Browser টি Desktop Version করে দিন। তারপর ইউটিউবে ঢুকুন এবং দেখুন উপরে ডান পাশে আপনার চ্যানেল এর লোগো দেখা যাচ্ছে সেখানে Click করে Creator Studio তে Click করুন↓
✈ এরপর দেখুন বাম পাশে কতগুলো অপশন দেখা যাচ্ছে সেখান থেকে Channel এ Click করে Advance এ Click করুন↓
✈ then দেখুন একটা Box দেখা যাচ্ছে’ আপনি এখানে আপনার চ্যানেলের নাম’ এবং আরো কিছু ইনফরমেশন দিন।(যেগুলো সচারচর মানুষ Search দেয়।)
সব কাজ সম্পূর্ণ হলে আপনার চ্যনেলটি Search দিয়ে দেখুন↓ সবার আগেই আসবে। একেবারে উপরেই আপনার চ্যানেলটি থাকবে।
এবার আসি ভিডিও সিইওতে
আপনার সাবক্রাইবার আছে অনেক কিন্তু সেই তুলনায় ভিডিওতে তেমন ভিউ নেই। এই ভিউ না থাকার কিছু কারন আছে↓
→ সুন্দর Thumbnail Use না করা।
→ ভিডিও ডিসক্রিপশ না দেয়া
→ ট্যাগ দিতে না পারা ইত্যাদি ইত্যাদি
কি কি করলে আপনি বেশি বেশি ভিউয়ার পাবেন সেটাই দেখাবো এখন।তো চলুন দেখে নেয়া যাক↓
✈ ভিডিও আপলোড দেয়ার পর অবশ্যই ভিডিও রিলেটেড টাইটেল দিবেন।
✈ সুন্দর করে ভিডিও সম্পর্কে ডিস্ক্রিপশনে কিছু লিখবেন টাইটেলটাও দিবেন।( ভিডিও সিইওর ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনটা অনেক কাজ করে)
✈ মুল যে জিনিষটা সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগের ক্ষেত্রে আপনি যে ভিডিও আপলোড দিয়েছেন। সেই ভিডিওটির টাইটেল ইউটিউবে Search দিন এবং যে ভিডিওগুলো আসবে সেগুলোর টাইটেল কপি করে ট্যাগ হিসেবে ব্যবহার করুন!
✈ এবার আসি ক্যাটাগরি তে’। অবশ্যই ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিইওর ক্ষেত্রে এই ক্যাটাগরিটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি যদি উপরের কাজগুলো ভালোভাবে করে থাকেন। তাহলে আশা করি আপনার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইব দুটোই বাড়বে।
For example : ধরুন আপনি ভালো গান গাইতে পারেন বা ভালো নাচতে পারেন অথবা মোবাইল /ইউটিউব /সাইট/ ফানি ভিডিও সম্পর্কে ভালো জ্ঞান আছে’। আপনি সে সম্পর্কে ভিডিও বানিয়ে আপলোড দিতে পারেন।
–
আউল – ফাউল / কারো চ্যানেলের ভিডিও ভুলেও চুরি করে আপলোড দিবেননা। এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে।
However,
ভালো থাকবেন’ ভালো রাখবেন। ট্রিকবিডির সাথেই থাকবেন+ ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল
চালিয়ে যান ভাই
আর হ্যা’ @Dark chaintune লেখে Youtube এ Search দিয়ে দেখো আমার চ্যানেল এন্ড ভিডিওই সব চ্যানেলের উপরে থাকবে ( Chaintune নামে আরো দুইটি চ্যানেল আছে’ যার সাবস্ক্রাইব আমার চ্যানেলের চেয়েও বেশি)
আপনিতো অনেক জ্ঞানী দেখছি’ সহজে ধরে ফেললেন’ উপরের কাজগুলো করলে চ্যানেল ব্লক হবে ☺