ভাইয়া আমি খুব টেনশনে আছি। প্লিজ কেউ হেল্প করেন।
আপমার এডসেন্স একাউন্টে Overview তে ক্লিকদেখায় একটা আর Clicks এ ক্লিক দেখায় আরেকটা। Clicks এ ক্লিক অনেক কম দেখায়


তাহলে হিসাব করলে টোটাল হয় 0.67$ কিন্তু
এখানে দেখচ্ছে টোটাল 0.54$ আবার Views
তো আছেই সব গুলা মিলে 0.54$ তাহলে
টোটাল ক্লিক অনুযায়ী কেন পর্যাপ্ত ডলার
আসছে না???
অামি এটার উত্তর দিচ্ছি, এডসেন্স এ শুধু মাত্র (০.০১)
দমশিক এর পর ২ ঘর ধরে হিসাব করে। কিন্তু কিছু
এড কম্পানি সিপিসি ০.০০১-০.০০৯ তে এড দিয়ে
থাকে। সে ক্ষেত্রে ২ টা বা ৩টা ক্লিকে ০.০১
সেন্ড পাওয়া যায়। যার কারনে ক্লিক অার সিপিসি
হিসাবে টোটাল হিসাবে মিল থাকে না। অাশা করি
বুঝাতে পেরেছি।