ইউটুবে কি ভিডিও আপলোড করবেন এটা নিয়ে আমার ইতোমধ্যে একটা পোষ্ট করা আছে ট্রিক বিডিতে,
যেখানে আমি শিখিয়েছি কেমেরার সাহায্যে কিভাবে খুব সহযে প্রাকৃতিক কিছু সুন্দর ভিডিও বানিয়ে ফেলা সম্বব।
যারা এখনো সেই পোষ্ট টা পড়েন নি তারা এখানে ক্লিক করে পরে নিতে পারেন
আজকে দেখাবো কোন রকম ভিডিও ক্যামেরা ছাড়াইই শুধু মাত্র একটা মোবাইল অথবা কম্পিউটার বা যে কোন একটা ডিবাইসের সাহায্যে (কেমেরা নষ্ট থাকলেও চলবে) স্ক্রিন রেকরডার দিয়ে কিভাবে এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাতে পারেন। এবং সেটা ইউটুবে আপলোড করে বুজে নিতে পারেন আপবার টাকা।
 

তো লেগে পড়েন কাজে,

যদি আপনার হাতে একটা মোবাইল থাকে তাহলে প্লে স্টোর থেকে Mobizen নামের স্ক্রিন রেকরডার টা ডাওনলোড করে নিন। তারপর  Kinemaster ভিডিও ইডিটরটা ডাওনলোড করে ক্রেক করে নেন।
আর যদি আপনি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে নিচে থেকে কেমটেশিয়ার যে কোন একটা ফাইল ডাওনলোড করে নেন।
32 bit এর জন্য Camtasia 8 (স্ক্রিন রেকরডার+ ভিডিও ইডিটর)
64 bit এর জন্য Camtasia 9 (স্ক্রিন রেকরডার + ভিডিও ইডিটর)
 
আপনি হয়ত জানেন মবিজেন এবং কেমটেশীয়া এগুলো কি। তবুও আমি একটু বলে রাখি শুধু নতুনদের জন্য।
এগুলো হচ্ছে স্ক্রিন রেকরডার। আপনি স্ক্রিনে যা করবেন সেগুলো অটোমেটিক রেকরড হয়ে ভিডিও আকার ধারন করবে।।
উদাহরন সরুপ এখানে ক্লিক করে স্ক্রিন রেকরডার দিয়ে করা ভিডিওরর একটা ডেমু দেখে আসুন। তাহলে বিষটা ক্লেয়ার হয়ে যাবেন।
 
আপনি যদি কোন রকম কেমেরা ছারাই শুধু মোবাইল/কম্পিউটার দিয়ে ইউটুব মারকেটিং করতে আগ্রহী থাকেন তাহলে প্রথমে সফটোয়ার টা ডাওনলোড করে নিন। তারপর বাকি পোষ্ট টুকু পরেন।
 
Kinemaster এবং Camtasia 8/9 এই ৩ টাই পেইড সফটোয়ার। এগুলোকে ডলার দিয়ে লাইসেন্স কী কিনে নিতে হয়। তবে আমি আপনাকে যে লিংক দিয়েছি সেগুলো আমার মডিফাই করা ক্রেক ফাইল। আপনাকে এগুলো চালাতে কোন টাকা খরচা করতে হবে না। ফ্রী তেই পাবেন জাস্ট ক্রেক ফাইলটা দিয়ে ক্রেক করে নিবেন।
(তারপরেও যদি কেউ এগুলো ফ্রীতে না চালাতে পারেন তাহলে ফেসবুকে আমাকে নক করেন। আমি করে দিব।)
 
তাহলে আমি সিওর যে আপনি একজন ভবিষ্যত ইউটুবার। এবং উপরের সফটোয়ার গুলো যার যারটা ইন্সটল করে নিয়েছেন।
এইবার আপনাকে ভিডিও বানাতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে স্ক্রিনে কিসের ভিডিও করবেন আপনি?
আছে। স্ক্রিন রেকরড করার অনেক কিছু আছে। আমি আপনাকে ২/৪ টা বলে দিচ্ছি।

১- Games-–  ভালো মানের কোন একটা গেইমছ ইনস্টল করেন। যেটা অনেক জনপ্রিয় এবং আপনি খুব ভালো খেলতে পারেন।। গেইম খেলুন এবং স্ক্রিন রেকরডার দিয়ে সেটার ভিডিও করুন। শেষে সেটা ইডিটর দিয়ে কাটাকাটি করে সবচেয়ে ভালো অংশ টাকু (৫/১০মিনিট) ইউটুবে আপনার চ্যানেলে আপলোড করুন। অনেক চ্যানেল আছে যারা গেইম খেলে কাজ করছে। আমার কথা বিসাস করার দরকার নেই আপনার আপনি ইউটুবে আসেব যে কোন একটা গেইমের নাম লিখে সারচ করেন দেখেন কত মানুষ লাখ লাখ ভিউ পাচ্ছে এই পদ্ধতিতে।

 
২- Android/computer appsঃ পাবলিকের উপকার হবে বা পাবলিক জানে না এমন কোন এপস ইন্সটল করুন। সেটা দিয়ে কি কি করা যায় এবং সেটা কোথায় পাওয়া যাত তা নিয়ে একটা ভিডিও বানান স্ক্রিন রেক্ক্রডার দিয়ে। ইডিট করে আপলোড করে ফেলুন।
 
৩- এন্ড্রোয়েড মোবাইল রিভিউঃ বরতমান বাজারে চলছে বা নতুন এসেছে এরকম একটা খুজে বের করুন। গুগুল মামুর কাছ থেকে কিচজু পিকচার নিন সেই মোবাইলের। তার পর সেগুলো দিয়ে নারাচারা করে একটা ভিডিও বানিয়ে ফেলুন। উদাহরন হিসাবে এখানে ক্লিক করে একটা ডেমু দেখতে পারেন। বিষয়টা ক্লেয়ার হয়ে যাবেন।
 
আরো অনেক অনেক রয়েছে আপনাকে আমি কয়টাই বা বলতে পারবো। আপনি কাজে লেগে পড়েন। দেখেন আপনি নিজেই খুজে বের করতে পারবেন কি নিয়ে ভিডিও করা যায়।
কমেন্টসে আপনার ফিলিংস জানাবেন। আপনাদের অনুপ্রেরনা পেলে আসা আছে আরো পোষ্ট করার।
ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিবেন ।
_________আমার YouTube Channel

10 thoughts on "YouTube এ কাজ করতে চান? Camera ছারাই মোবাইল/কম্পিউটার দিয়ে ভিডিও বানিয়ে প্রতি মাসে ১০০০ ডলার ইনকাম সম্ভব । পারট ২"

  1. Akash Contributor says:
    Kharap nah
  2. ѕнα∂нιи Author says:
    vlo post::তবে বানানের দিকে লক্ষ্য রাখবেন! অনেক বানান ভুল
  3. Al-amin Author says:
    ভালোই…..লাগলো
  4. Shimul2466 Contributor says:
    koto din pore aslen vai
    but nice
    accha camtasia er crack aseni link er file e
    1. Suhag550 Author Post Creator says:
      জী ভাই। এখানে যা দিলাম সব ই ক্রেক। আমার সাইটে এবং চ্যানেলে ক্রেক করে সারাজীবন ব্যাবহারের ভিডিও আছে
  5. Shimul2466 Contributor says:
    ভাইয়া Sonyvegas software এর লিং দিতে পারবেন???
    1. Suhag550 Author Post Creator says:
      obossoi . suhag550 likhe fb te searce koren. amar id asbe. link pathiya dibo
    2. Shimul2466 Contributor says:
      aponak friend request disi Ak shimul id theke

Leave a Reply