বিঃদ্র: পোস্ট করার আগে একটা কথা বলে রাখি আমি নতুন Trainer কালকে হয়েছি। আমি এই পোস্ট আগে একবার করেছিলাম, কিন্তু অথার না হওয়ায় trickbd list পোস্টে অনেক নিচে থেকে যায় যার কারণে অনেকেরই জানা হয়না। তবে যারা এই পোস্ট দেখছে তাদের অনুপ্রেরণামূলক এবং ভালো কমেন্ট করা দেখে আমি আপনাদের জন্য পুনরায় পোস্ট করতেছি। আশাকরি আপনাদের থেকে ভালো রেসপন্স পাব।
পুনরায় ট্রিকবিডির সকল ভিজিটরদের একটা কথা বলে রাখি যে আমি TubeBuddy use করছি Android platform এ ?।, আমরা অনেকেই জানি Tubebaddy কতটা গুরুত্বপূর্ণ ইউটুবে কাজ করার জন্য। আমাকে ক্ষমা করে দিবেন কারন,আমি ট্রেইনার না হওয়ার কারনে ট্রিকবিডিতে সাথে সাথে শেয়ার করতে পারিনি?। আমি জানি আমার পোস্ট থেকে কপি মেরে এখন সবাই ভিডিও বানাবে ” দেখুন কি ভাবে ব্যবহার করবেন TubeBuddy Android এ”। ভিডিও বানান প্রবলেম নাই বাট প্লিজ আমাকে ক্রেডিট দিয়েন।? আপনারা আমাকে ক্রেডিট দেন বা না দেন কিন্তু আমি ক্রেডিট অবশ্যই দিব মজিলা ফায়ারফক্স এ কারন সে আমাদের জন্য এই প্রথম অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে Add-Ons ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য।।
আর বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ব্যবহার করবেন।
১. প্রথমে প্লে স্টোর থেকে Firefox? টা ইনেস্টল দেন।(নতুন ভার্সন লাগবে।)
২. tubebuddy addons আপনার ব্রাউজারে ইন্সটল করতে সরাসরি এই লিংকে চলে জান—–
৩. ?নিচের ছবির মত TubeBuddy টা ইনেস্টল দিন এবার কাজ শুরু করে দিন।?
৪.Tubebaddy কিভাবে কাজকরে screenshot দেখে আশা করি বুঝতে পেররেছেন।
ভাল লাগলে কমেন্ট করেন?। আর ভিডিও বানালে প্লিজ ক্রেডিট দিয়েন প্লিজ??।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার মোবাইলে ফায়ারফক্স ব্রাউজারটি update হতে হবে, add-ons গুলো কাজ করার জন্য আপনার মোবাইলে ব্রাউজার এ একাউন্ট থাকতে হবে তাহলেই কাজ করবে।
এর পরও যদি কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
আপনাদের দেওয়ার মতো আমার কোনো অ্যাড নেই তবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যদি পারেন সাবস্ক্রাইব করে নিতে পারেন।
ধন্যবাদ
এটার সুবিধা কি কি??