আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।

আজকের বিষয়:ইউটুব ভিডিও তে কীভাবে ভিউ বাড়াবেন ভিডিও Rank করবেন

চলুন শুরু করা যাক

১/আপনার ভিডিও কপিরাইটমুক্ত ভিডিও হতে হবে

২/আপনার ভিডিও মানসম্মত হতে হবে।কারণ আপনার ভিডিও যদি ভালো হয় তাহলো আপনার চ্যানেল এ ভিউয়ার আবার আসবে

৩/

সঠিক টাইটেল ব্যাবহার করতে হবে।কারণ আপনার ভিডিও যদি আপনি যদি টাইটেল এ লিখেন কীভাবে টাকা ইনকাম করবেন,আর ভিডিও যদি অন্য কিছুর হয় তাহলে হবেনা. কারণ ভিউয়ার যেটা চাচ্ছে সেটা যদি সে না পায় তাহলে সে আপনার চ্যানেল রিপোর্ট দিতে পারে।এবং আপনার ভিডিও দেখবেনা। আপনার কথার সাথে যদি কাজের মিল থাকে তাহলে আপনার চ্যানেল এ সে আবার আসবে।।

৪/

আপনার ভিডিও ট্যাগ ও সঠিক দিতে হবে। আপনি যে বিষয় এ ভিডিও তৈরি করবেন সে বিষয়ের ট্যাগ দিতে হবে।কারণ আপনি যে বিষয় ভিডিও দিবেন সে বিষয় যদি কোন ভিউয়ার সার্চ দেয়। এবং আপনার ভিডিও তে যদি সঠিক ট্যাগটা থাকে তাহলে আপনার ভিডিও টা সো করতে পারে। আপনি অন্য বিষয়ও ট্যাগ দিতে পারেন তবে কম।

৫/ ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই Unlisted করে দিতে হবে।যখন আপনার ভিডিও তে টাইটেল ট্যাগ দেওয়া হয়ে যাবে তখন Public করে Publis করে দিতে হবে।

৬ / আপনার ভিডিও এর ক্যাটাগরি সঠিক দিতে হবে

৭/

ভিডিও আপলোড হয়ে গেলে এবার নানা সামাজিক সাইট গুলাতে লিংক টা শেয়ার করে। ২৪ ঘন্টার ভিতরে ১০০-১০০০ ভিউ নিয়ে আসতে হবে। তাহলে আপনার ভিডিও টা র্যাক করবে।কারণ ইউটুব বুজতে পারবে যে ভিডিও টা আসলে মানস্মত কারণ অনেক ভিউয়ার ভিডিও টা দেখছে তখন র্যাক করে দিবে


নিচে কিছু সামাজিক সাইট এ লিংক শেয়ার করে ভিউ আনতে পারেন

1.facebook.com

2.vk.com

3.twitter.com

4.google+

যারা এত কষ্ট করে ভিডিও লিংক শেয়ার করতে পারবেন না বা লিংক শেয়ার করার জন্য সময় পান না তারা পেইড এ কাজ করতে পারেন।

facebook.com/google adword এ আপনার ভিডিও লিংক বোস্ট করে করতে পারেন

অথবা ভিউ কিনে নিতে পারেন

আমি ভিউ কেনার বিষয় একটা পোস্ট দিব এডমিন প্যানেল এ মেইল করছি তারা যদি অনুমতি দেয় তাহলে পোস্ট টা দিব।

শেষ একটা কথা বলি যেকোন জায়গায় কাজ করতে হলে আপনাকে প্রথমে কষ্ট করতে হবে।কারণ আপনি যদি বসে বসে টাকা ইনকাম করতে চান তাহলে কখন পারবেন না । কষ্ট করতে হবে

আমি যে টিপস গুলা দিলাম এই কাজগুলা আপনি যদি সঠিক ভাবে করেন তাহলে আপনি ১০০% টাকা ইনকাম করতে পারবেন। এবং ভিডিও র্যাক করতে পারবেন।

8 thoughts on "আপনি কী ইউটুব ভিডিও তে ভিউ পাচ্ছেনা দেখে নিন কিছু টিপস। Rank Youtube video"

    1. Avatar photo Rs Refat Author Post Creator says:
      thanks for comment
    1. Avatar photo Rs Refat Author Post Creator says:
      thanks for comment
  1. Avatar photo AMBITIOUS Contributor says:
    refat broo aro KISU add kora dorkar silo
    1. Avatar photo Rs Refat Author Post Creator says:
      hmm but busy aci to tai dite parini.. agami post a dayor cehsta korbo

Leave a Reply