বন্ধুরা অাজকে অামি অালোচনা করবো Scale Lab & MCN সম্পর্কে।অাসলে Scale Lab জিনিসটা কি, এটা কি করে বা এর উপকারিতা বা অপকারিতা সম্পর্কে অনেকেই কিছুই জানেন না।অাসলে অামি নিজেও এর সম্পর্কে জানতাম না।এর সম্পর্কে জানার জন্য বিভিন্ন গ্রুপে অনেক পোষ্ট করে অল্প অল্প করে তথ্য সংগ্রহ করে & অনেক ভিডিও দেখে অনেক কিছু জানার পরে অাপনাদের সাথে এই টিপসটা শেয়ার করবো।অামি জানি এটা জানা সকলেরই অনেক দরকার।তাই অাজকে অামি Scale Lab & MCN সম্পর্কে বিস্তারিত ভাবে লেখার চেস্টা করেছি।এর বিভিন্ন দিক তুলে ধরেছি অাজকের এই পোষ্টে।অাশা করি অাপনাদের পোষ্টটি ভালো লাগবে।তো অার কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাওয়া যাক….


বন্ধুরা প্রথমে যে বিষয়টা নিয়ে অালোচনা করবো সেটা হলো MCN নিয়ে। তো শুরু করা যাক

বন্ধুরা অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে অাসলে MCN জিনিসটা কি? তো MCN হলো ইউটিউব থেখে অনুমদিত গুগল অ্যাডসেন্স এর মত একটা প্লাটফম।এটার পুরো নাম হচ্ছে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক এখানে ইউটিউব পাবলিশাররা গুগল অ্যাডসেন্স এর চেয়ে বেশি কিছূ সুযোগ সুবিদা ভোগ করে এবং ইউটিউব পাবলিশারদের ইনকাম গুগল অ্যাডসেন্স এর চেয়ে অনেকগুনে বৃদ্ধি পায়।কিন্তু সকল জিনিসেরই যেমন ভালো মন্দ দুটো দিক থাখে, ঠিক তেমনি ভাবে এই MCN এর ও ভালো মন্দ দুটো দিক রয়েছে।ভালো মন্দ দিক গুলো নিয়ে নিচে অালোচনা করা হয়ছে।মনোযোগ সহকারে পড়ে নিবেন।

Scale lab/MCN এর সাথে যুক্ত হলে অামরা যেই সকল সুযোগ সুবিদা গুলো পাবো তা নিচে দেওয়া হলোঃ

  • Scale lab/MCN এর যুক্ত হলে সর্ব প্রথম সবথেখে ভালো যে সুবিদাটা পাবো তা হলো পিন ভেরিফাই না করা।মানে অামরা জানি গুগল এডসেন্সে একাউন্টে যখন অামাদের ১০ ডলার হয় তখন পিন ভেরিফাই করতে হয়।অার এটা করা অনেক ঝামেলা।অনেকেই পিন ভেরিফাই করার চিঠিটা পান না।যার ফলে অনেক সমস্যা হয়।কিন্তু অাপনি যদি এই MCN এর সাথে যুক্ত হোন তবে টাকা তোলার জন্য কোন Pin verification এর প্রয়োজন হবে না।
  • Scale lab/MCN সাথে সংযুক্ত হলে এরা আপনাকে একটা ড্যাশবোর্ড প্রধান করবে।সেখানে গুগল অ্যাডসেন্স এর মধ্যে থাখা Hosted Account এর মতো সকল রিপোর্ট দেখতে ও জানতে পারবেন।সেজন্য আলাদা করে গুগল অ্যাডসেন্স Hosted Account তৈরী করতে হবেনা।
  • Scale lab/MCN এ চ্যানেল মনিটাইজ করার জন্য যে কোন দেশের নাম এবং লোকেশন দিতে পারেন।বাংলাদেশ দিলে ও কোন সমস্যা নাই।অামরা জানি এডসেন্সে যদি অামরা যুক্ত থাখি তবে অামাদের মনিটাইজ করতে হলে USA কান্ট্রি দিতে হয়।কিন্তু এই MCN এর মধ্যে এরকম কোনো সিস্টেম নাই
  • Scale lab/MCN এর সাথে যদি অাপনি যুক্ত হোন তবে অাপনি খুব সহযেই অাপনার চ্যানেলটি ভেরিফাইড করে নিতে পারবেন।মানে ব্লু বেজ নিতে পারবেন।এখানে যুক্ত হলে অাপনার চ্যানেলে ৫০০ সাবক্রাইব থাখলেই অাপনি ব্লু বেজ নিতে পারবেন
  • অামরা গুগল অ্যাডসেন্স থাকা অবস্তায় কেও চ্যানেল “Scale lab/MCN”- এ সংযুক্ত করতে চাইলে সেটা করা সম্বব হবে।কিন্তু জেদিন থেকে “Scale lab/MCN” উক্ত চ্যানেল উনুমদিত করে দিবে সেদিন থেকে গুগল অ্যাডসেন্স এর সাথে কোন প্রকার সম্পর্ক থাকবেনা ঐ চ্যানেলটির।সেদিন থেকে সকল আরনিং রিপোর্ট এবং আনালাইসিস রিপোর্ট “Scale lab/MCN” ড্যাশবোর্ড এ প্রদর্শিত হবে।
  • আপনারা জানেন যে,কোন কারনে আপনার ইউটিউব চ্যানেলটি যদি কখনো সাসপেন্ড হয় তাহলে গুগল সেই ইনকাম করা টাকা/ডলারটা বেশীরভাগ সময় দেয়না। কিন্তু আপনার চ্যানেল যদি “Scale lab/MCN” এর থাকা সময় সাসপেন্ড হয় তবে অাপনার সেই কাঙ্ক্ষিত অর্থ/ইনকামটা “Scale lab বা MCN” প্রদান করবে. অর্থাৎ চ্যানেল নষ্ট হয়ে গেলেও চ্যানেল সাসপেন্ড হওয়ার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত কষ্টের উপার্জিত ইনকাম “Scale lab বা MCN“এর ড্যাশবোর্ড এর রিপোর্ট অনুযায়ী আপনার প্রদানকৃত পেমেন্ট অ্যাকাউন্ট এ যথাক্রমে পেয়ে যাবেন।
  • এগুলো তো গেলো।এগুলোর মতো অারো একটি বড় সুবিদা অাছে।সেটা অ্যাড।অামরা সকলেই জানি যে এডসেন্সের সাথে যদি অামরা যুক্ত থাখি তবে অামরা ৪রকমের অ্যাড পাবো।কিন্তু অামরা যদি Scale Lab/MCN এর সাথে যুক্ত থাখি তবে অামরা অারো ২টি অ্যাড বেশি পাবো।নিচে বিস্তারিতঃ

    অামরা যে দুটো অ্যাড বেশি পাবো সেটা শুনে হয়তো অনেকে মনে করছেন এটা সব চ্যানেলের জন্য না।অাসলে না।কারন MCN এর সাথে যুক্ত হলে সকল রকমের চ্যানেলই মোট ৬ রকম অ্যাড পাবেন।মানে অাপনার ভিডিও গুলোতে মোট ৬রকমের অ্যাড শো করবে।অাপনার চ্যানেলে ৫০০সাব থাখলেও ৬রকমের অ্যাড শো করবে।নিচে অ্যাড গুলোর নাম দেওয়া হলোঃ

  • (i) প্রথমটা হলো ‘নন স্কিপ্যাবল’ ভিডিও অ্যাড। অর্থাৎ আপনার ভিউয়ার যদি আপনার ভিডিও টি দেখতে চায় অব্যশই তাকে নন-স্কিপ্যাবল ভিডিও অ্যাড টি দেখার পরে আপনার ভিডিও টি দেখতে হবে।বিষয়টা হল সেই ভিডিও অ্যাডটি স্কিপ করার কোন অপশন সে পাবে না।যার ফলে অাপনার অার্নিং টা একটু বেশি হবে।

  • (ii) ‘লং নন স্কিপ্যাবল’ ভিডিও অ্যাড।অর্থাৎ দীর্ঘ অ্যাড।যেমন:১ মিনিট বা ২ মিনিট সময়ের অ্যাড ফরম্যাট চ্যানেলের ভিডিও গুলোতে প্রদর্শিত হবে।এমনকি এই অ্যাড ফরম্যাটটিতেও কোন প্রকার স্কিপ করার অপশন ভিউয়ার পাবে না।

  • অারো কিছু সুবিদা অাছে সেগুলো নিচে দেওয়া হলোঃ

  • এখানে অাপনার চ্যানেল অ্যাড হলে এরা অাপনার চ্যানেলের ভিডিও গুলোতে একদম হাই কোয়ালিটি রেটের অ্যাড শো করাবে
  • যেহেতু এখানে বেশি অ্যাড দেখানো হবে & হাই কোয়ালিটি রেটের অ্যাড দেখানো হবে তাই নিশ্চিন্তে বলা যায় যে এখানে এডসেন্স হতে ২-৩গুন বেশি অার্নিং হবে।
  • MCN এর কমিনিউটি টিম এখানে থাখা সকল চ্যানেলের ডেভেলপমেন্ট এর কাজ করে থাকে যার ফলে পাব্লিশারদের আরনিং অনেকাংশে বেরে যায়।
  • নিচে কিছু সাইটের নাম দেওয়া হলো।এগুলো ইউটিউব হতে অনুমোদিত এবং এইসব সার্ভিস প্রভাইডার গুলো সার্বক্ষণিক ইউটিউবের সাথে যুক্ত থাখে
  • http://epoxy.tv
    http://www.audiomicro.com/
    http://vidcon.com
    https://www.tubebuddy.com
    http://genatomic.com
    https://www.scalelab.com
    https://www.spreadshirt.com
    http://www.epidemicsound.com

  • এখানে যদি অাপনার চ্যানেলটি যুক্ত থাখে তবে অাপনার চ্যানেলের কোনো ভিডিও যদি অন্য কেও কপি করে অাপলোড করে তবে অাপনার কোনো টেনশন নাই।অাপনাকে কিছু করতে হবেনা।অাপনি যে MCN এ যুক্ত হবেন সেই MCN এর লোকরাই ঐ চ্যানেলটার বিরুদ্ধে অ্যাকশন নিবে।তারাই তাকে স্ট্রাইক পাঠিয়ে দিবে
  • অাপনার যদি একাদিক চ্যানেল থাখে তবে সবগুলো চ্যানেল অাপনি একটি MCN একাউন্টের মাধ্যমেই যুক্ত করতে পারবেন।প্রথম চ্যানেলটি যুক্ত করার পরে অাপনার ড্যাশবোর্ড হতে অারো চ্যানেল যুক্ত করতে পারবেন
  • অামরা সবাই জানি যে এডসেন্সে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো IP সমস্যা।কিন্তু MCN এ এরকম কোনো সমস্যা নাই।এখানে অাপনি যেকোনো অাইপি হতে লগইন করতে পারবেন
  • এখানে সবথেখে সবথেখে সবথেখে বড় সুবিদা হলো পেমেন্ট।মানে অাপনি এখান থেখে যখন ইচ্ছা তখন পেমেন্ট নিতে পারবেন।মানে এখানে কোনো নির্দিষ্ট লিমিট নাই যে কতো হলে পেমেন্ট নিতে পারবেন।এখানে অাপনি ১ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন।যেটা এডসেন্স হতে নেওয়া যায়না
  • এখানে অাপনারা ৩০০,০০০+ সাউন্ড ইফেক্ট’স ব্যবহার করতে পারবেন।যেটা ব্যবহার করলে কোনো কপিরাইট ধরবে না
  • বন্ধুরা এতো গুলো সুবিদা দেখার পর সব নতুন ইউটিউবাররা হয়তো ভাবছেন যে অাপনার চ্যানেলও MCN এ যুক্ত করবেন।কিন্তু অামি প্রথমেই বলেছিলাম যে প্রতিটি জিনিসেরই ভালো মন্দ দুটো দিকই থাখে।ঠিক তেমনি ভাবে এই MCN/SCALE LAB এরও ভালো মন্দ দুটো দিক অাছে।

    তো বন্ধুরা অামি এই MCN এর দুটো সমস্যা অাপনাদের সামনে তুলে ধরছি।এই দুটো হতেই অাপনারা বুঝতে পারবেন যে এখানে জয়েন করবেন নাকি করবেন না।অাপনারা বললে অামি পরবর্তিতে এর সমস্যা গুলো নিয়ো একটা পোষ্ট করবো।কিন্তু অাজকে এর দুটো সমস্যা তুলে ধরছি।সেটা ভালোভাবে দেখে নিনঃ

  • সমস্যা নং১ঃ অাপনি যে টাকা অার্ন করবেন সেটা সম্পূর্ন পাবেন না।মানে অাপনি যে টাকা অার্ন করবেন তার ১৫%,২৫%, বা ৪৫% MCN অাপনার কাছ থেখে কেটে নিবে।এর ফলে অাপনার কষ্টের ইনকামের মাএ কিছু টাকা অাপনি পাবেন।অাপনি যদি ১ডলার পেমেন্ট নিন।তবে সেখান থেখে ৩০-৪০ টাকা অাপনি পাবেন।বাকি টাকা তারা নিয়ে নিবে।তাই অামার মতে MCN এ জয়েন না করাই ভালো
  • সমস্যা নং২ঃ অাপনার টাকার কোনো নিশ্চয়তা নাই।কারন এটা থার্ড পার্টি।অাপনার টাকা অাপনি পাবেন কিনা তার কোনো প্রকার গ্যারান্টি নাই।কারন অাপনি যখন টাকাটা পেমেন্ট রিকোয়েস্ট করবেন তখন গুগল বা ইউটিউব টাকাটা তাদের কাছ থেখে MCN এর কাছে পাঠিয়ে দিবে।মানে তারা অাপনার টাকা অন্যজনের কাছে দিয়ে দিবে।এমতাবস্তায় MCN যদি অাপনার টাকাটা গুগলের কাছ থেখে নিয়ে অাপনাকে না দেয় তবে অাপনি গুগল বা ইউটিউবের উপর দায় চাপাতে পারবেন না।তাদেরকে কোনো দোষারোপ করতে পারবেন না।কারন গুগল অাপনার টাকা ঠিকই দিয়ে দিছে।কিন্তু MCN অাপনার টাকা অাপনাকে দেই নাই।তাই বলা যায় MCN এর মধ্যে অাপনার পেমেন্টের কোনো নিশ্চয়তা নাই।তাই অামার মতে MCN এ জয়েন না করাই সবথেখে ভালো

    বন্ধুরা এই ছিলো MCN/SCALE LAB এর সুবিদা ও অসুবিদা গুলো।সবাই হয়তো প্রথমে এর সুবিদা গুলো দেখার পরে ভেবেছিলেন যে MCN এ অাপনার চ্যানেল যুক্ত করবেন।কিন্তু শেষে এর অসুবিদা দেখে হয়তো অাপনার চিন্তা ভাবনা পরবির্তন করে দিয়েছেন।অাসলে অামি তো এখানে মাএ ২টি অসুবিদার কথা বললাম।এর অনেক অসুবিদা অাছে।অাপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলো দেখে অারো ভাবে বুঝে যাবেন যে এর অসুবিদা কি কি।অামি শুধু সামান্য ধারনা দেওয়ার চেস্টা করেছি MCN সম্পর্কে।এর পরেও যদি অাপনারা চান যে MCN এ জয়েন করবেন তাহলে করতে পারেন।সেটা অাপনার নিজের ব্যাক্তিগত ব্যাপার।কিন্তু অাপনি সকল ইউটিউবারদের কাছে জিগেস করবেন সবাই বলবে যে MCN এ জয়েন না করাই ভালো।

    যারা চান যে MCN এ জয়েন করবেন তাদের কোনো টেনশন নাই।কারন অামি অামার পরবর্তি ইউটিউব নিয়ে যে পোষ্ট টা করবো সেখানে দেখাবো কিভাবে অাপনারা MCN এ একটি একাউন্ট খুলবেন & সেখানে অাপনার চ্যানেল যুক্ত করবেন & কিভাবে পেমেন্ট নিবেন & কবে পেমেন্ট পাবেন ইত্যাদি।কিন্তু অামি প্রথমেই বলে দিচ্ছি অামি যে পোষ্টটা করবো সেখানে কোনো স্কিন শর্ট দিবোনা।কারন অামি অামার চ্যানেল MCN এ যুক্ত করবো না।যার ফলে অামি SS দিয়ে দেখাতে পারবো না।অামি নিজে ভিডিও দেখে সেটা থেখে অাপনাদের কে বুঝানোর চেস্টা করবো।তারপরেও যদি বোঝাতে না পারি তাহলে বলবেন অামি অাপনাদেরকে অন্য ভাবে হেল্প করবো।এখন অাপনারা যদি চান যে স্কিন শর্ট ছাড়া ঐ পোষ্টটা করি তবে অবশ্যই কমেন্টে বলবেন।তবেই অামি সেটা করবো

    তো বন্ধুরা এই ছিলো অাজকের টিপস।অাশা করি অাপনাদের ভালো লাগছে। যদি না বুঝেন কোনা জাইগাতে তাহলে প্লিজ কমেন্ট করবেন।অামি অামার সর্বোচ্ছাটা দিয়ে ভালো ভাবে বুঝানোর চেস্টা করবো।প্রতিবারের মতো এবারেও বলছি দয়াকরে কেও কোনো খারাপ কমেন্ট করবেন না।অনেক লোকই MCN সম্পর্কে জানেন,কিন্তু যারা জানেন না তাদের জন্যই মূলত এই পোষ্ট।কারন বর্তমানে অনেক নতুন ইউটিউবার তৈরী হচ্ছে যার ফলে তারা খুব সহযেই যেনো এটা জানতে পারে তাই এই পোষ্টটা করলাম।যদি খারাপ লাগে বলবেন ডিলেট করে দিবো।ধন্যবাদ

    কিছু বানান ভূল হয়ে গেছে হয়তো।এর জন্য ক্ষমা করে দিবেন।কিন্তু অাপনার চোখে ভুলটা যদি পড়ে অবশ্যই কমেন্টে বলবেন অামি সেটা অাপডেট করে ঠিক করে দিবো.ধন্যবাদ

    অাপনাদের সকলের কাছে একটা অনুরোধ প্লিজ অামার ছোট ইউটিউব চ্যানেলটা সাবক্রাইব করবেন

  • 17 thoughts on "[YOUTUBE TIPS] MCN কি? Scale Lab কি? এদের সুবিদা ও অসুবিদা নিয়ে বিস্তারিত | নতুনরা অবশ্যই দেখবেন"

    1. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
      প্লিজ নোটঃ অনেক কষ্ট করে লিখলাম।দয়াকরে কেও কোনো খারাপ কমেন্ট করবেন না।
      1. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
        ধন্যবাদ ভাই।
        অাচ্ছা ভাইয়া অামার একটা কথা জানার অাছে।সেটা হলো উপরে একজন কমেন্ট করছে।তার নামের পাশে Subscriber লেখা।এর কারন কি?
      2. MD_NESHAD Author says:
        ঐ ভাই,
        অনেক Post এ ঐ লিংক দিয়ে Comment
        করছে। তাই মনে হয়, মডারেটর ব্যান করছে।
      3. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
        ব্যান করলে তো অাবার কমেন্ট করার কোনো কথা না।মানে সে অাবার কমেন্ট করলো কেমনে সেটা তো বুঝতেছি না।ব্যান করছে তো অারো অনেক অাগে।অামি তারে দুপুরেই দেখছিলাম।
      4. MD_NESHAD Author says:
        ব্যান করলেই ত Subcriber হয়।
        হয়ত ব্যান করার আগেই Contributor ছিল।
      5. SK SHARIF Author says:
        হুম ব্যান তো দুপুরেই করা হইছে!
      1. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
        ধন্যবাদ ভাইয়া
      1. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
        Tnx
    2. Alihasan_rana Contributor says:
      AdSense is always best for youtuber.
      1. Silent-Arif Contributor says:
        Oviously bro..amio ekmot.new hok ba old youtuber jei hok sobsomoy adsense er sathey thaken.adsense is the best…
      2. MEHEDI HASAN ARIYAN Subscriber Post Creator says:
        ভাই এটা তো অামিও জানি। কিন্তু অনেকেই McN এ জয়েন করতে চাই।তার জন্যই পোষ্টটা করছি।
    3. shuzon Shakh Contributor says:
      ভাই এমসিএন এ জয়েন হওয়ার জন্য ও কি ১০০০০ ভিও লাগবে???

    Leave a Reply