“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন। সবাইকে happy new year এর শুবেচ্ছা। আমার কাছে ফেসবুকে অনেকে নক করেছে যে কিভাবে youtube এ লাইভ অনুষ্ঠান, বাংলাদেশ এর ক্রিকেট খেলা দেখাব
এর আগে আমি এমন পোস্ট করেছি।
যে পোস্ট সগৌরবে কপি হচ্ছে। এবং এখনো হচ্ছে। সেই পোস্ট করে আমি trickbd টিউনার হয়েছিলাম। তা হলে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যা যা লাগবে


১. একটি android phone ৫.০ এর উপরে
২. একটি অ্যাপ

android phone


Android Phone 5.0 মানে,,,, যে ফোনে কাস্ট স্কিন সাপুর্ট করে এমন ফোন হলেই হল। ফোনে ১ জিবি র‍্যাম আবশ্যক।

অ্যাপ


অ্যাপ এর নাম omlet arcade
যা ২০১৭ সাল এর বেস্ট অ্যাপ আওয়ার্ড পেয়েছে।
এর মাধ্যমে খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন।

কিভাবে কাজ করবেন


১. অ্যাপ টা প্রথমে নিচের লিংক এর গুগল play store থেকে ইনস্টল করে নিন। ডাইরেক্ট ডাউনলোড লিংক

২. তার পর অ্যাপ ওপেন করুন,,,, ওপেন করলে নিচের মত আসবে,,,,, এখানে আপনার পছনের ইউজার নাম দিয়ে দেখুন তা আছে কিনা। থাকলে create account দিন

৩. তার পর email আর পাওয়ার্ড দিন
নিচে মত
৪. আপনার ইমেল একটা মেল আসবে সেখান থেকে মেল ভেরিফাই করে নিন

৫. এবার account কমপ্লিট হলে আপনি একটা পেজ পাবেন সেখানে গেম একটা আইকন পাবেন সেখানে ক্লিক করুন

৬. এবার add more game এ ক্লিক করুন

৭. এবার আপনার পছন্দের অ্যাপ সিলেক্ট করে ব্যাক বাট এ প্রেস করুন। আমি youtube এর বায়োস্টক্রোব সিলেক্ট করেছি।

৮. এবার আবার গেম আইকন এ ক্লিক করলে অ্যাপ গুলা দেখেতে পারবে যাযা সিলেক্ট করেছেন সে গুলো। এবার একটি অ্যাপ অপেন করুন। মানে যে অ্যাপ দিয়ে লাইভ অনুষ্ঠান দেখাবে সে অ্যাপ এ প্রবেশ করুন। আমি বায়োস্টক্রোব ওপেন করব

৯. অ্যাপ ওপেন হলে নিচে বা যে কোন এ সাইটে omlet এর গেম আইকন পাবেন সেখানে ক্লিক করুন
১০. এবার ইউটিভ সিলেক্ট করে দিন,,,,,

সিলেক্ট করার পর আপনার যে account youtube খুলা রয়েছে তা সিলেক্ট করে সেই accout omlet অ্যাপ এ অ্যাড করে দিন।
১১. এবার নিচের মতো একটা বক্স আসবে,,,
সেখানে আপনার ভিডিও টাইটেল ও ডিপক্রিবশন লিখে start streaming করে দিন। দেখুন লাইভ শুরু হয়ে গিয়েছে।
আর ফেসবুক এ যেভাবে লাইভ দেখাবে তা আগেই এই অ্যাপ দিয়ে দেখিয়েছি তার link
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে

8 thoughts on "Android মোবাইল দিয়ে যেভাবে Youtube, Facebook এ ক্রিকেট খেলা বা অনুষ্ঠান লাইভ দেখাবেন।"

  1. max niloy Author says:
    youtube kono problem hobe?
    1. Umar Faruk Author Post Creator says:
      কপিরাইট হওয়ার সম্ভাবনা বেশি
  2. Ashraf uddin Author says:
    eibabe korle channel suspended hote pare…….
    1. Umar Faruk Author Post Creator says:
      সেটা আপনার ইচ্ছা
    2. Ashraf uddin Author says:
      যে ট্রিক মানুষের ক্ষতি করতে পারে তা না দেয়াই ভালো তাছাড়া লাইভে Du recorder দিয়েই যাওয়া যায়।
  3. Ntr Rayhan Contributor says:
    bro, YouTube e to copyright dhorbei, and Facebook ew copyright dhorbe and apnar id othoba page thekei koren.. seta disble kore dibe.
    1. Umar Faruk Author Post Creator says:
      Bro ami fb te onek bar ei app diya live asochi…. ei app ta bd ami porichoy kore dichi…

Leave a Reply