#আসসালামু আলাইকুম।
#কেমন আছেন সবাই?
#আশা করি ভালোই আছেন।
আজকের পোস্টের বিষয় হলো ফ্রি কী ওয়ার্ড প্লেনার এবং তা ব্যবহার করার নিয়ম।
#চলুন তাহলে শুরু করা যাক।
এর আগে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন।
১।এটা ব্যবহার করে লাভ কী?
উঃএটা যারা ট্যাগ সিলেক্ট করতে পারেন তাদের জন্য।
২।এটার কাজ কী?
উঃএটার কাজ হল ভিডিও কিংবা ব্লগ পোস্ট কে ভালো ভাবে SEO করতে সাহায্য করা।
#অনেক ইউটিউবার এবং ব্লগার আছে যারা ভিডিও কিংবা ব্লগ ভালো ভাবে SEO করতে জানেনা।তাদের জন্য আমার এই পোস্ট।

#প্রথমে এইখান থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।
#তারপর নিচের Screen Shot গুলা Follow করুন।

#প্রথমে অ্যাপ টি ওপেন করুন।
#তারপর পেজ টা লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করুন।

#তারপর উপরের সার্চ বারে আপনার ভিডিও রিলেটেড একটা কী ওয়ার্ড দিয়ে সার্চ করুন।
মনে করুন আপনি অনলাইন আর্নিং নিয়ে ভিডিও দিবেন।
তাহলে সার্চ বারে Online Job লিখে সার্চ করুন।


#তারপর দেখুন অনেক গুলা কী ওয়ার্ড আসছে।

#কী ওয়ার্ড গুলার Monthly Volume পাশে আছে।
#মানে কী ওয়ার্ড দিয়ে মাসে কতবার সার্চ করা হয় তা।
#এবার যেই কী ওয়ার্ড গুলার Monthly volume সবচাইতে বেশি সেগুলা কপি করে আপনার কন্টেন্ট এর ট্যাগ হিসেবে ব্যবহার করবেন।
#আশা করি কারো বুঝতে কোথাও সমস্যা হয় নি।
যদি না বুঝেন ভিডিও টি দেখে নিতে পারেন
https://m.youtube.com/watch?v=gLNWY_Qu19E
#আজ এই পর্যন্ত।

9 thoughts on "[Youtuber+Blogger]Free Keywords Planner ইউটিউবার এবং ব্লগারদের জন্য।"

  1. Avatar photo TrickBD User Contributor says:
    সুন্দর পোস্ট,,, ভাই।।।।।
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      ধন্যবাদ।
  2. Avatar photo Ridoy Bepari Author says:
    nice.. but er teke aro valo akta apps ace
  3. Avatar photo #Rasel Contributor says:
    fonni nijer banano app promote kortese
    bekar 7 mb los
  4. Avatar photo Oliur Rahman Miraz Author says:
    google adword tool is always best..
  5. DM Contributor says:
    Er kak buji nsi vai
  6. Avatar photo Tanvir78 Contributor says:
    সবাই কে গাধা বানাই ছেন। এই টা আপনার তৈইরি করা এপ। এই খানে এড বসাইছে। কিন্তু এপটা ঠিক ঠাক মতো কাজ ও করে না। তাই রিপোর্ট করলাম।
  7. Avatar photo Trickbd Support Moderator says:
    ইনকামের উদ্দেশ্যে পোষ্ট করলে কিক করা হবে।

Leave a Reply