যারা পিসিতে ইউটিউব দেখেন, তাদের কিছু কি-বোর্ডের শর্টকাট জানা থাকলে অতি সহজেই ভিডিও দেখতে পারবেন। তাই আমি আমার আজকের পোস্টের মাধ্যমে আপনাদের কিছু কি’র সাথে পরিচয় করিয়ে দিব। যাতে অতি সহজে পিসিতে ইউটিউবে ভিডিও দেখা যায়। শর্টকাট কি’গুলো দেখতে নিচে ফলো করুন।
>> ভিডিও দেখার সময় সেটি সাময়িকভাবে থামাতে (Pause) করতে চাইলে কিবোর্ড থেকে K চাপতে হবে। আবার K বোতাম চাপলে ভিডিও সচল হবে। এই কাজটি স্পেসবার চেপেও করা যায়।
>> ভিডিওর আগের অংশ অর্থাৎ পেছনে বা রিওয়াইন্ড করতে চাইলে কিবোর্ড থেকে J চাপুন, এতে ১০ সেকেন্ড আগের ভিডিও দেখাবে।
>> ভিডিও এগিয়ে নিয়ে বা ফরওয়ার্ড করে দেখতে চাইলে কিবোর্ড থেকে L চাপুন। এতে চলতি ১০ সেকেন্ড পরের ভিডিও দেখাবে।
>> ভিডিওর শব্দ বন্ধ বা মিউট করতে কিবোর্ড থেকে M চাপুন।
>> ভিডিওকে ডানে বা বায়ে নিয়ে যেতে কি-বোর্ডের ডান বা বাঁ অ্যারো চাপুন।
>> পুরো পর্দাজুড়ে অর্থাৎ ফুলস্ক্রিন ভিডিও দেখতে কিবোর্ড থেকে F চাপুন।
>> তালিকা থেকে পরের ভিডিও দেখতে চাইলে কিবোর্ড থেকে Shift + N বোতাম চাপতে হবে। এতে তালিকায় থাকা পরবর্তী ভিডিও দেখাবে।
>> ভিডিও চলতে থাকা অবস্থায় কি-বোর্ডের ১ থেকে ১০-এর মধ্যে যেকোনো বোতাম চাপলে পুরো ভিডিও দশ ভাগ করে সেই নম্বর অনুযায়ী অংশে নিয়ে গিয়ে দেখাবে।
তো আজকের মত এখানেই শেষ করলাম। আসলে আরো অনেক শর্টকাট কি আছে। আমি শুধু এখানে বেসিক কয়েকটি কি তুলে ধরেছি। সামনে সুযোগ পেলে এই নিয়ে একটা বিস্তারিত পোস্ট করার চেষ্টা করব।
আমার ব্লগ সাইট – www.mahbubpathan.blogspot.com
আমার ফেসবুক পেইজ – www.facebook.com/WAMahbubPathan
2 thoughts on "ইউটিউবের কিছু পিসি কি-বোর্ড শর্টকাট জেনে নিন!"