বর্তমানে সারা বিশ্বে ইউটিউবিং অন্যতম পেশাগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন যারা ইউটিউবিং করে বর্তমানে সারা বিশ্বে অনেক খ্যাতি অর্জন করেছেন। এখন বাংলাদেশেও ইউটিউবিং অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশেও অনেক ব্যক্তি আছেন যারা ইউটিউবিং করে অনেক খ্যাতি লাভ করেছেন এবং ইউটিউবিং-কে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এইরকম সময়ে অনেকেই আছেন যারা ইউটিউবিং করতে চান কিন্তু ইউটিউব-এ তারা কি বিষয় নিয়ে কাজ করবেন তা বেছে নিতে পারছেন না। আজকের এই লেখাটি পড়ার মাধ্যমে তারা অবশ্যই ইউটিউব-এ কি বিষয় নিয়ে কাজ করতে চান তা বেছে নিতে সফল হবেন।

ইউটিউবিং-এ আপনার লক্ষ্য


ইউটিউবিং করতে হলে প্রথম থেকেই আপনি যদি টাকা আয় করার কথা ভাবেন তাহলে এটা হবে আপনার অন্যতম একটি বোকামি। প্রথমে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে দর্শক’দের বিশ্বাস অর্জন করতে হবে। যদি টাকা আয় করার জন্য কোনোরকম অন্যায্য কাজ করেন তাহলে আপনার চ্যানেলের দর্শক’রা আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, যা হবে আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর একটি বিষয়। তাই আমার মতে, প্রথমে নিজের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে দর্শক’দের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন। এইটাই হতে হবে আপনার ইউটিউবিং-এর মূল লক্ষ্য।

আপনার ইউটিউবিং-এর বিষয়


ইউটিউব হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেক অভিজ্ঞতারই মূল্য আছে। আপনি হইতো ভাবতে পারেন যে, একজন ইউটিউবার একটি বিষয় নিয়ে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছে তাই আপনিও সেই একই বিষয় নিয়ে কাজ করবেন তাহলে এটা হবে আপনার অন্যতম একটি ভুল সিদ্ধান্ত। অন্যকে নকল করবেন না, নিজের মধ্যের ক্রিয়েটিভিটিকে খুঁজে বের করুন। বোঝার চেষ্টা করুন যে আপনি কোন বিষয়ে পারদর্শী, আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং কোন বিষয় আপনাকে আকৃষ্ট করে। অন্যকে নকল না করে নিজে নতুন এবং ক্রিয়েটিভ কিছু করতে পারবেন এইরকম একটি বিষয় খুঁজে বের করুন। অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে, আপনি আপনার পছন্দের সেই বিষয়টি নিয়ে ইউটিউব-এ জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না, সেইসব কথাকে অবহেলা করুন এবং এগিয়ে যান নিজের লক্ষ্যের দিকে। আপনি ভেবে দেখুন, এমনও তো হতে পারে যে আপনি যে বিষয় নিয়ে ইউটিউবিং করতে চান অনেকেই সেই বিষয়ে অনেক কিছু জানতে এবং শিখতে চাই কিন্তু এইরকম কোনো সুযোগ না পাওয়াই তারা সেই বিষয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারছে না আর আপনিই পারেন তাদের কাছে সেই সুযোগটি পৌছে দিতে এবং এতেই আপনার প্রকৃত সফলতা নিহিত।
আশা করছি এই লেখাটি আপনাকে আপনার সেরা ইউটিউবিং-এর বিষয় পছন্দ করতে সাহায্য করেছে এবং এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করে অন্যকে নিজের জন্য সেরা সেই ইউটিউবিং-এর বিষয়টি পছন্দ করতে সাহায্য করুন। সবসময় মনে রাখবেন, প্রত্যেক অভিজ্ঞতারই গুরুত্ব অনেক তাই নিজের অভিজ্ঞতাকে শ্রদ্ধা করুন এবং অন্যদের নিজের অভিজ্ঞতা প্রসারে আগ্রহ প্রদান করুন। লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

14 thoughts on "ইউটিউব-এ কি বিষয় নিয়ে কাজ করবো? প্রত্যেক ইউটিউবারের সিদ্ধান্ত!"

    1. Prokash Singha Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    1. Prokash Singha Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
  1. TrickBD Lover Contributor says:
    অসাধারন পোস্ট
    1. Prokash Singha Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    2. TrickBD Lover Contributor says:
      Go Ahead
    1. Prokash Singha Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।
    2. sabbir Author says:
      welcome.
  2. AL Mamun Contributor says:
    ধন্যবাদ
    1. Prokash Singha Author Post Creator says:
      স্বাগতম, ভাইয়া।
    1. Prokash Singha Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।

Leave a Reply