হেলো বন্ধুরা।
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন?
আমি আলহামদুলিল্লাহ ভালই আছি।

আজকে আমার পোস্টের টপিক হল ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করা।

তো বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেল কাস্টমাইজ করার জন্য মোবাইল অথবা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজার অথবা puffin ব্রাউজার ওপেন করুন।

আমি পাফিন দিয়ে দেখাচ্ছি।

ওপেন করার পর youtube.com এ যান। তারপর ৩ টা ডট এ ক্লিক করুন অর্থাৎ মেনু তে ক্লিক করুন।

তারপর desktop version এ ক্লিক করুন।

এখন আপনার চ্যানেলের creator studio তে ক্লিক করে view channel এ ক্লিক করুন।



তারপর Channel Customize এ ক্লিক করুন।

তারপর add এ ক্লিক করুন।

ক্লিক করার পর প্রথম অপশনে ক্লিক করে popular upload সিলেক্ট করুন।


তারপর horizontal পরিবর্তন করে vertical দিয়ে দিন।

তারপর done.

এখন এটাকে উপরে উঠানোর জন্য উপর চিণ্হে ক্লিক করুন।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই।

আপনার চ্যানেলকে আরও আকর্ষণিয় করে তুলতে আপনারা এই ভিডিও টি দেখতে পারেন।

পোস্টি প্রকাশনায় আমাদের ওয়েবসাইট।

Website : OurTips24.com

Channel : TipTop BD

5 thoughts on "আপনার চ্যানেলে Popular Upload সেকশন এড করুন। ওয়েবসাইটের Hot post এর মত।"

  1. Mahir Shahriar Contributor says:
    Airtel free net ki ekhon o ase?
    1. Muhammad Expert Author Post Creator says:
      na vai…
  2. Md Sijan Molla Contributor says:
    Hridoy;,,

    Valo Post korso….

    Tumi ar Shohag dujone mile ki ei id chaalao??

  3. Tuhin Author says:
    বাহ ভালো তো।
    বেশ সিস্টেম করেই নিজের চ্যানেল কে পরিচয় করিয়ে দেওয়া। বাহ বাহ।

Leave a Reply