আস্সালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আশা করি সকলেই ভালো আছেন।অনেক দিন পর আপনাদের মাঝে আমি একটি পোষ্ট নিয়ে হাজির হলাম।।। জানি না ঠিক ঠাক মত আপনাদেরকে বুঝাতে পাব কি না।।।এর আগে আমরা জানি শুধু মুভি গুলা বাংলা, ইংরেজি সাবটাইটেলে দেখতে পেতাম। কিন্তু আপনি কখনো ভেবেছেন ইউটিউব এর ইংরেজি টিউটোরিয়াল গুলাও বাংলা+ ইংরেজি সাবটাইটেলে দেখবেন. আজ আমি সেই বিষয়েই আলোচনা করব।।।আমরা অনেকেই আছি যারা ইংরেজি জানি কিন্তু খুব কম আবার অনেকেই আছি খুব এক্সপার্ট।।।প্রায় অনেকেই আছি Youtube যত English tutorial আছে সেগুলা বুঝা আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে পরে কারন ওটা তাদের মাতৃভাষা।।আর ঐ ইংলিশ টা বলার মধ্যে তাদের কেমন যেন অন্যরকম ভাব। যেটা আমরা বলতে পারি না।।।অনেকেই আবার বৃটিশ, আমেরিকান ভাষায় কলে তাই কিছুটা বুঝতে সমস্যা হয়।।।তাই আজ আমি আপনাদের সকল সমস্যার সমাধান দিতে আজ এই পোষ্ট আপনাদের মাঝে তুলে ধরলাম।।।তো বেশি কথা না বলে কাজে যাই।।।আগেই বলে রাখি করো কোন বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন।।।
আরেকটা জিনিস মনে রাখবেন যেসকল ভিডিওতে cc option লেখা থাকবে সেইসকল ভিডিও আপনি বাংলা সাবটাইটেলে দেখতে পারবেন।।
এবার নাচের পিক গুরো ফলো করুন।।
প্রথমে সিলেক্ট করুন তার পর…………
ব্যাস এবার আপনি আরামছে সাবটাইটেল সহ ভিডিও দেখুন।।।শুধু মুভি নয়
English Tutorial গুলাও এভাবে দেখতে পারবেন।।।
Email: [email protected]
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
[আল্লাহ হাফেজ]
অনেকদিন পর দেখলাম আপনাকে ভাই!
আপনাকে ছাড়া দিনন চলেনা।?
apne kemon achen seta bolen…