আপনি যদি ইউটিউবে নতুন হন। মানে আপনি যদি নতুন ইউটিউবার হন। বা ভবিষ্যতে ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে। তাহলে অবশ্যই এই পোস্ট টি আপনার জন্য।
অন্যথায় এই পোস্ট টি আপনার জন্য নয়।
প্রচারেই প্রসার।
শুধু ভালো ভালো ভিডিও বানালেই অনেক ভিউ পাওা যায় না।
কারন আমার নিজের চ্যানেল এ ও ৭০+ ভিডিও আছে কিন্তু Sub+View নেই তেমন।
আমি আজ একটা চ্যানেল ও আমি দেখলাম যে চ্যানেল এ ৬ টা ভিডিও আছে। যা আমার চ্যানেল এর ভিডিওর চেয়ে খুব একটা ভালো টপক না।
তবুও 1k+ সাবস্ক্রাইবার।
তাহলে বুঝলেন তো?
প্রথম পর্যায়ে অবশ্যই প্রচারের দরকার আছে।
এইবার আসি, পোস্টের ভিতরে।
বাইরের দিকে আর গল্প নয়।
আপনি যখন আপনার ভিডিও টি ফেইসবুকে শেয়ার করেন।
তখন নিচের ছবির মত শেয়ার হয়।
মানে শেয়ার করার পর নিচের ছবির মত দেখা যায়।
খেয়ার করে দেখুন তো, উপরের স্ক্রিনশট এ যে Thumbnail দেখা যাচ্ছে। তা সম্পূর্ন না।
সম্পুর্ন Thumbnail দেখুন নিচের ছবিতে (YouTube থেকে)
নিচের একটা স্ক্রিনশট দিলাম। দেখুন আর ভাবুন। যদি উপরের FB তে শেয়ার করা একটা ভিডিওর স্ক্রিনশট দেখলেন। তার চেয়ে যদি FB তে YouTube এর ভিডিও শেয়ার করার পরে নিচের ছবিটার মত দেখায়। তাহলে কতই ভালো হবে।
দেখলেন তো।
আসলে কোনো ভিডিও শেয়ার করলে আগে এমন ভাবে শো করতো। কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গেছে।
তো চলুন আমি দেখায় কিভাবে এই সুবিধা নিবেন।
এর জন্য আপনাকে একটা ওয়েবসাইট এর হেল্প নিতে হবে।
ওয়েবসাইট টি হচ্ছে YouTubeCare.com .
যা গত কয়েকদিন আগে একবার এবং পরশু দিনের আগের দিন একবার হ্যাক হয়েছিলো।
তবে লাস্ট বার হ্যাক করেছিলো কোনো বাংলাদেশি হ্যাকার।
কারন ওয়েবসাইটে ঢোকার পরে দেখাচ্ছিলো Hacked By Amjanata
যাইহোক,
এবার শুরু করি।
প্রথমে এখানে ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করুন।
নিচের ছবির মত পেজ আসবে।
এখন আপনি যে ভিডিও টি ফেইসবুকে শেয়ার করতে চান। সেই ভিডিওর লিংক টি নিচের ছবিতে দেখানো বক্সে Paste করুন।
তারপর দেখুন নিচের বক্সে একটা লিংক দেখা যাবে।
সেই লিংক টা কপি করুন।
এবং এই লিংক টা ফেইসবুকের যে কোনো যায়গাতে শেয়ার করুন।
দেখুন আপনি যে Thumbnail টি আপনার ভিডিও তে সেট করেছেন।
সেটা পুরোপুরি দেখা যাবে।
এবার আরেকটা জিনিস দেখাচ্ছি এই ওয়েবসাইট এ।
Video Tag এ যান।
নিচের ছবিতে দেখানো বক্সে YouTube এর যে কোনো ভিডিওর লিংক Paste করুন।
তারপর Get Tag এ ক্লিক করুন।
দেখুন সেই ভিডিও তে ভিডিওর Owner যত গুলো Tag ব্যবহার করেছে, সব দেখতে পাবেন।
যাদের এই পোস্ট টি ভালো লাগবে, অবশ্যই পোস্টের নিচে একটা লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন পোস্টের নিচের কম্মেন্ট বক্সে।
আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, অথবা এই ওয়েবসাইট টি কে নিয়ে আরো জানতে ইচ্ছা হলে নিচের ভিডিও টি দেখুন
দয়া করে আমার চ্যানেল টি একবার ঘুরে আসুন।
সেখানে ৭০+ ভিডিও আছে।
নেক্সট পোস্টে আপনার মতামতের উপরে গুরুত্ব দিবো ইনশাল্লাহ
দয়া করে সেই পোস্টের লিংক টা দিবেন প্লিজ।
বড়ই কৃতার্থ হতাম
আপনাকেউ ধন্যবাদ।
এইবার বুঝেছি
InformBD.Com