আসসালামু আলাইকুম,
সম্মানিত TRICKBD ভিজিটর সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন,কারন TRICKBD এর সাথে তাকলে সবাই ভালই থাকে।
অনেকদিন ধরে TRICKBD তে কোন পোস্ট করতে পারিনি,এর জন্য আমি দুঃখিত।
তো আজকে আপনাদের জন্য একটা নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি,
ট্রিকটা তো টাইটেল দেখেই বুঝে গেছেন ,তাই আর বললাম না।
যদিয় ট্রিকটা অনেক সিম্পল এবং এইটা নিয়া অনেক পোস্ট ট্রিকবিডী তে আছে,তাও আমি ট্রিক টা আপনাদের মাঝে শেয়ার করছি কারন,
আমার দেওয়া ট্রিক টা আশা করছি আপানাদের ভাল লাগবে।
আর অন্য ট্রিকগুলো তে যে লিংক গুলা দেওয়া হয় সেগুলা মনে ও থাকে না,কিন্তু আমার দেওয়া লিংক টা ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবেই।
তো অনেক আজাইড়া বকবক করলাম এখন চলুন মূল পোস্ট এ যাওয়া যাকঃ
তো আপনারা যারা এন্ড্রইড ফোণ ব্যবহা করেন এবং ইউটিউব ভিডিয় ডাওনলোড সম্পর্কে ধারনা আছে তারা সবাই vidmate অ্যাপ টা ভালভাবে চিনেন আশা করি ,
আর যারা চিনেন তারাতো অলরেডী ডাওনলোড অ করে রখেছেন,আবার অনেকে ফোনে র্যাম রম এর অভাবে ইন্সটল করে রাখতে পারেন না,যখন প্রয়োজন হয় ইন্সটল করেন আবার আন ইন্সটল করেন,আর যারা চিনেন না তাড়া আশা করি এতক্ষনে প্লেস্টোরে খুইজা ব্যর্থ হইয়া আবার আমার পোস্ট বাকীটা পড়ার জন্য চইলা আইছেন।
আরে ভাইয়ারা প্লেস্টোরে এই অ্যাপ টা নাই,
তাই আমি মনে করি এই অ্যাপ টা ব্যহার করা রিস্কি,এছাড়াও এই অ্যাপ ব্যবহারের অনেক অপকারিতা রয়েছে,যেকারনে অনেকেই অ্যাপ টা ব্যবহার করতে চান না,কিন্তু ইউটিউব ভিডীও ডাওনলোড এর লোভ সামলাতে না পেরে বাধ্য হইয়াই ব্যবহার করতে হয়,কারন ইউটিউব ভিডীও ডাওনলোডের জন্য এইটা সব থেকে সুবিধা জনক অ্যাপ।
তো আজকে আমি আপনাদের যে ট্রিক দেব এর মাধ্যমে আপনারে VIDMATE থেকেই ডাওনলোড করবেন তবে অ্যাপ ইন্সটল ছাড়া,এবং নিজের ইচ্ছা মত ব্রাউজার দিয়ে।
হায় হায় আমিতো মূল পোস্ট আরম্ভ করার কথা বইলা আবার অনেক কথা বইলা ফেললাম,
এত কথা বলার জন্য আমি দুঃখিত ,কেউ আমার উপর রাগ করবেন না।
এবার মূ পোস্ট লিখবই।
প্রথমেই আপনার ইচ্ছামত যেকোন ব্রাউজার ওপেন করুন।
আমি uc browser ওপেন করলাম,
URL বক্সে লিখুন vidmate.com এবং GO ক্লিক করুন।
এবার আপনার সামনে একটা পেইজ ওপেন হবে নিছের স্ক্রিনশট এর মত
কি অভাক হলেন হলেননাকি পেইজটা দেখে?
এইটাত আপনার দেই চির পরিচিত ভিডমেট,
ভাবছেন আরপোস্ট টা পড়ে কী করবেন যেহেতু ভিডম্যাট ওপেন হুইয়া গেসে তো আগের মতই ডাওনলোড করা ফেলবেন,
কিন্তু না,গিইয়া সার্চ করে দেখলেন যে অ্যাপ এর মত ভিডিও গুলা আসতেছে না,আসলে এখানে অ্যাপ এর মত সার্চ করে ভিডিও পাবেন না ,
যে ভিডিওটা ডাওনলোড করবেন অইটার লিঙ্ক youtube থেকে কপি করে আনতে হইব,
লিংক কিভাবে আনতে হয় সেটা আশা করি আপনারা পারবেন।না পারলে কমেন্ট কইরেন শিখায়া দেব।
তো লিংক কপি করা হইলে YOUTUBE লিখাতে ক্লিক করুন ,
এবং নিচের মত একটাপেইজ পাবেন ,এবং এই পেইজে youtube url দেও্যার জন্য একটা বক্স পাবেন এখানে আপনার youtube থেকে কপি করা
লিংকটা দেন,এবং search icon অথবা কিপ্যাড এর go বাটন ক্লিক করেন।
এখন দেখুন ভিডিওটির বিভিন্য কোয়ালিটী এর ডাউনলোড লিঙ্ক আছে,
আপনি আপনার ইচ্ছা মত কোয়ালিটি তে ডাওনলোড করে নিতে পারেন,
দেখুন আমি একটা তে ক্লিক করলাম
সাথে সাথে us browser এর নিয়ম অনুযাযী আমাকে বলতেছে ভিডিও টা ডাওনলোড করব নাকী অনলাইনে প্লে করব,
আরে বাবা এত কস্ট কইরা ভিডীও ডাওনলোড করতে আইছি এখন আবার কয় ভিডীও ডাওনলোড করব নাকী অনলাইনে দেখব,আসলে uc browser এর বুদ্ধি বলতে কিচ্ছু নাই(just fun)
আচ্ছা আপনাদের তো বুদ্ধি আছে তাই ডাওনোডে ক্লিক করেন,
{আপনি অনলাইনে দেখতে চাইলে দেখতেও পারেন}
এবার দেখুন ভিডীও এর নাম এবং ডাওনলোড লোকেশন দেখাচ্ছে এবং ডাওনলোড এর বাটন চলে আসছে ডাওনলোডে ক্লিক করেন, ব্যাস হয়ে গেল।
এবার দেখুন ডাওনলোড স্টার্ট হয়ে গেসে,
এবার আসি আগের কথায়,পোস্ট এর শুরুতে আমি বলেছিলাম যে আমার দেও্যা লিঙ্ক টা আপনাদের সহযে মনে থাকবে,
আসলে youtube video download এর কথা আসলেই ভিডম্যাট এর কথা মনে পরে যায়,
vidmate.com টাও মনে থাকবে,
আজকের মত পোস্ট টা এখানেই শেষ করছি,সবাই ভাল থাকেন সুস্থ তাকেন আল্লাহ হাফেয।
অহ আরেকটা কথা পোস্ট এত কথা বলার জন্যা আবারও ক্ষমা চাচ্ছি।
পোস্টা ভাল লাগলে ভিজিট করতে পারেন ছোট্ট ভাইয়ের সাইট গুলো।
THANK YOU FOR POSITIVE COMMENT.
PLEASE LIKE THIS POST.
বাই দ্যা ওয়ে রিডমিক কি-বোর্ডে যে ফন্টটা এড দিছেন ওই ফন্টটার নাম কি?
আর এই ফন্টটে কি বাংলা সার্পোট করে??
Thanks!
তারপরেও ভালো পোস্ট।
বাইদ্যা ওয়ে,ভাল পোস্ট বলার জন্য ধন্যবাদ।
http://Www.tubebd24.com khub sundor ekta site…..i love this…
Ar ekan teke download korao sohoj..apnara use korte paren
কোথাও কোন সমস্যা থাকলে বলেন ঠিক করার চেস্টা করি।
http://Www.tubebd24.com khub sundor ekta site…..i love this…
Ar ekan teke download korao sohoj..apnara use korte paren
থ্যাংকস।
Thanks for the post
?I like it?