আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন।

বিগত পোস্টের ভালো রেস্পন্স পেয়ে আমি খুশি হয়েছি। সেখানে অনেকেই একটি সমস্যার সম্মুখিন হয়েছেন।
তাই খুশির ঠেলায় আরেকটি পোস্ট করে ফেলছি।

সেখানে অনেকেই বলেছিলেন, অনেকের সাস্পেন্ড হওয়া চ্যানেলের url/link নেই।

তাদের জন্য এই পোস্ট।

আর যাদের url আছে তারা অন্য পোস্ট অর্থাৎ এই আর্টিকেল পড়ুন।
Click করুন।

তো, এই পোস্টটি তাদের জন্য যাদের সাস্পেন্ড হওয়া চ্যানেলের লিনক নেই.

কার্যক্রমঃ
১. google.com এ গিয়ে সাস্পেন্ড হওয়া চ্যানেলের ইমেলে লগিন করুন।

২. লগিন হওয়ার পর www.youtube.com এ যান।

৩. দেখবেন আপনি যখন youtube.com যাওয়ার চেষ্টা করছেন তখন আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে যেহেতু আপনার account suspended করে রাখা হয়েছে।

যে পেজে নিয়ে যাবে তার প্রথম দিকে এমন লেখা থাকবে।

নিচে পিকচার দেয়া হলো।

৪. এখন আপনি যেই ফরমটা পেয়েছেন সেখানে আপনার তথ্যগুলো দিয়ে সাবমিট করুন।

বিদ্রঃ এই নিয়ম অনুযায়ি যেই ফরমটি পেয়েছেন সেখানে suspended channel এর url দেয়ার বক্স নেই।

তথ্যদি সম্পর্কিত জটিলতা এড়াতে এই পোস্ট দেখতে পারেন। পড়তে Click করুন।

তবুও যদি কোন জটিলতার মুখোমুখি হোন, তবে কমেন্টে জানাতে ভুলবেন না।

আমি আছি আপনাদের সহযোগিতায়।

ধন্যবাদ।

6 thoughts on "[Updated Requested] Suspend Youtube Channel ফিরিয়ে আনতে শেষ চেষ্টা (Channel URL না থাকলে)"

  1. MD Shakib Hasan Contributor says:
    অনেক পোষ্ট দেখেছি শেষ চেষ্টা কেউ আর ফিরিয়ে আনতে পারেনা
    1. Alif Hossain Contributor Post Creator says:
      যদি অনুসরন করে ফিরে না আসে তবে ভাই দুখিত। কিন্তু আমি নিজে ফিরে পেয়েছি বলেই জানানোর প্রয়োজন মনে করেছি
    2. MD Shakib Hasan Contributor says:
      দেখেছি ভাই হয়না
  2. Soiod Mafi Uddin Contributor says:
    ভাই আমার চ্যানেলটাফিরত পাইছি আপনারে ধন্য বাদ। ২ বছর আগে বেন মারছিল অনেক চেষ্টা করেও পাইনাই। আজ কপাল খুইলাগেছে???
    1. Alif Hossain Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার সফলতার বিষয়টি জানানোর জন্য।

Leave a Reply