সবাই কেমন আছেন।
ভালো থাকলে আপনি পোস্টটি পরুন। তাহলে ভালো থাকার মাত্রা বেড়ে যাবে।
আর
খারাপ থাকলেও পোস্টটি পরুন তাহলে মন নাড়াচাড়া দিয়ে উঠবে।

সচেতন নাগরিক হিসেবে যেমন নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আপনাকে রাস্ট্রে বসবাস করতে হয় ঠিক তেমনি সচেতন ইউটিউবার হলেও ইউটিউব এর রুলস আপনি মানতে বাধ্য।

কারন, আপনার অসাবধানতাই চ্যানেল সাস্পেন্ড করতে যথেস্ট।
আর আপনাকে সাবধান করার দায়িত্বে নিয়োজিত আমরা কতিপয় অথররা।

জেনে নিন
ইউটিউব এর নতুন আপডেটঃঃ

আপনি যদি একজন সচেতন YouTuber হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই ইউটিউব এর নির্দিষ্ট শর্তাদি মেনে কাজ করতে হবে। আর তাই, নতুন আপডেট এসেছে। যা কার্যকর হবে এই ফেব্রুয়ারি মাসের ২৫তারিখের পর থেকে।

।।।
কি আসলো এই আপডেটে?
উত্তরঃ
The first strike will result in a one-week freeze on the ability to upload any new content to YouTube, including live streaming, and other channel activities. Strikes will expire after 90 days.
The second strike in any 90-day period will result in a two-week freeze on the ability to upload any new content to YouTube.
The third strike in any 90-day period will result in channel termination.

মানে, 1st strike এর জন্য আপনার চ্যানেলের যাবতীয় অপশন ১সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাবে। পরবর্তী ৯০দিনের পর এই Strike উঠে যাবে। অবশ্যই এর মধ্যে আবার ভুল করা চলবে না।

এই ৯০দিনের মধ্যে আবার 2nd strike এর জন্য আপনার চ্যানেলের যাবতীয় কার্যাবলী পরবর্তি ২সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাবে। ৯০দিন পার হলে strike উঠে যাবে।

আবারো যদি ৯০দিনের মধ্যে ৩য় বারের মত Strike পান তবে আল্লাহ মালুম, আপনার সাথে হবে রিন পাওয়ার হোয়াইটের শ্রেষ্ঠ ধোলাই মানে চ্যানেল সাস্পেন্ড।

Source: Youtube Creator Studio Guidelines. এখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

আমি তেমন দক্ষ নই তাই যা বুঝেছি তাই বলেছি।
আর উলটা পালটা বললাম না কারন ভুলভাল বলার থেকে না বলাই শ্রেয়।

হ্যাপি Youtubing.।।।।

যোগাযোগঃ

ফেসবুক পেজঃ Know For Share
ফেসবুক গ্রুপঃKnow For Share
ইউটিউব চ্যানেলঃKnow For Share

10 thoughts on "সচেতন Youtuber দের জন্য নতুন আপডেট ইউটিউবের। এক্ষুনি দেখে সচেতন হোন।"

  1. A M Contributor says:
    valo… 🙂
  2. Hasibulits Contributor says:
    আচ্ছা ভাই….
    আমি যদি এক বছরের মধ্যে 1k Subscriber,10k viewer এবং 4000 ঘন্টা Watch time করতে না পারি..
    তবে কি আর মনিটাইওজেশন পাবো না???
    1. Alif Hossain Author Post Creator says:
      কে বলেছে না।। অবশ্যই পাবেন। এখানে নিয়মটি হচ্ছে আপনার গত ১বছরের প্রেক্ষিতে Monetize দেয়া হয়ে থাকে। এখানে ৫বছর পরেও যদি কোন ১বছরে সবকিছু ফিলাপ করতে পারেন তবেই হবে
  3. Md Alalhossain Contributor says:
    এটাই ভাল,,,,,,
  4. ali Contributor says:
    Good post

Leave a Reply