আমাদের মধ্যে প্রায় সবাই YouTube ব্যাবহার করে থাকি এবং অনেক সময় YouTube থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। Android মোবাইল দিয়ে Video Download করার জন্য আমরা সাধারণত Tubemate অথবা Vidmate ব্যাবহার করে থাকি। কিন্তু এসব এপস মোবাইলের জন্য ক্ষতিকর, এসব এপস থেকে মাঝে মাঝে অশ্লীল Ads আশে যেগুলো খুবই আপত্তিকর আর ছোটরা মোবাইল ব্যবহার করার সময় এসব অশ্লীল নোটিফিকেশন সামনে এসে পড়লে তা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে তাই এসব Apps ব্যবহার না করাই ভালো।
তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে কোন Apps ছাড়া মোবাইল ও কম্পিউটার থেকে কিভাবে YouTube Video Download করবেন। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি নিচের ওয়েবসাইটে চলে যান
তারপর আপনারা নিচের মত একটা পেইজ পাবেন।
ছবিটাতে দেখুন একটা টাইপিং বক্স আছে এই বক্সটাতে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিও এর নাম লিখে সার্চ করুন অথবা লিংক কপি করে এনে এখানে পেস্ট করে Search করুন এবার দেখবেন আপনার কাংক্ষিত ভিডিও চলে এসেছে। যেমন আমি Motu Patlu লিখে সার্চ করলাম।
অনেকগুলো ভিডিও চলে এসেছে এবার যেকোন একটা ভিডও এর উপরে ক্লিক করুন তারপর আপনি ভিডিও ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
এবার আপনি এখান থেকে ভিডিও কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে যাবে।
Click Here
7 thoughts on "YouTube থেকে ভিডিও ডাউনলোড করুন কোন Software ছাড়া"