#TrickBDCompetetion

সসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভাল আছি 🙂 পোস্ট টা শুরু করার আগে অথর দের উদ্দ্যেশ্যে ছোট্ট কয়েকটা কথা বলতে চাই 🤙👉 আপনি একজন অথর । আপনি মানুষকে শেখাতেই এইখানে অথর হয়েছেন । হ্যা, মেনে নিচ্ছি স্বার্থ ছাড়া কিছু হয়না । কিন্তু শুধু স্বার্থ দেখলেই তো হবেনা , কিছু তো শেখতেও হবে 😂

কথাটা বলার কারণ হচ্ছে, ভালো আরনিং বিষয়ক কিছু পেলেই আপনারা ১৪ জনে একই পোস্ট একই টপিক ১৪ ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ১৪ বার পোস্ট করেন 🙄🙄

আবার অনেকে তো একবার পোস্ট করে ১ দিন রেখে পোস্ট টা আনপাবলিশ করে দেয়, তারপর ২/৩ দিন পর সেটা আবার পাবলিশ করে

এইটার কি কোন মানে আছে ভাই?? প্রশ্ন রইলো

এবার আসি আজকের টপিকে 👇👇

আজকের টপিক টি হলো কিভাবে আপনারা ইউটিউব ভিডিও রেন্ক করবেন 🙄 আমাদের অনেকেরই খুব ইচ্ছা থাকে একজন ভালো ইউটিউবার হওয়ার । কষ্ট করে অনেক সময় নিয়ে ভিডিও তৈরি করে যখন কোন ভিউ আসে না তখন হতাশা চলে আসে । সেটা স্বাভাবিক । আসলে একজন ইউটিউবার হতে হলে আপনাকে অনেক ধৈর্য নিয়ে, পরিশ্রম করেই কাজ করতে হবে । রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন, জনপ্রিয় কন্টেন্ট গুলো নিয়ে ভিডিও তৈরি করুন । যদিও আমি নিজেই কোন বড় ইউটিউবার না, একদম নুব 🥴 তবুও আমি টিপস গুলো কাজে লাগিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছি 😂

উপরের গুলো ছিলো মোটিভেশনাল কথা 😏 এখন আসি পোস্টে

ভিউ তো এমনি এমনি হয়না । আবার এমন ও না যে আমার আজকের টিউন দেখে আপনি কাজ করলে আপনার ভিডিও মিলিয়ন ভিউ পাবে 😂 উলটা পালটা ভিডিও বানালে ভিউ পাবেন না । আবার আপনার কন্টেন্টে অন্য সাবজেক্ট এর ভিডিও ট্যাগ এনে বসালে লাভ কি, পাব্লিক তা দেখবে না । সবাই দেখবে এমন কন্টেন্ট বানাতে হবে । তখনই সেটা ভিউ হবে যখন মানুষের মাঝে এইটা নিয়ে ইন্টারেস্ট থাকবে । তো আজ এমন একটা এপ দেখিয়ে দিবো যা দিয়ে আপনি আপনার ভিডিও এর জন্য ভালো ট্যাগ পাবেন । এখন কেউ কেউ বলবেন এইটা নিয়ে পোস্ট আছে, জ্বি সেটা একটা ওয়েবসাইট নিয়ে পোস্ট আছে । কিন্তু আমি একটু এক্সট্রা কিছু দিবো যা ভিউ পেতে আরেকটু সাহায্য করবে । সেটা হচ্ছে যেকোন ভিডিও হতে সেই ভিডিওর ট্যাগ গুলো কপি করে নেয়া 😎 এতে লাভ কি হবে?? 👇👇

★ যেকোন ভাইরাল ভিডিও এর ট্যাগ আপনার ভিডিও তে দিলে আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌছানোর সম্ভাবনা থাকে

★ আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে

তো চলুন শুরু করা যাক 👇👇

প্রথমে আপনাদের একটি এপ লাগবে 👇

App Name 👉 YouTags Pro

Google Playstore সার্চ করলেও পেয়ে যাবেন বা নিচ থেকেও লিংক দেয়া আছে 😎

এপ লিংক 👉 ডাউনলোড করুন

ধাপসমূহ

আমি যে ভিডিও থেকে ট্যাগ নিয়ে দেখিয়েছি তা শুধু আপনাদের দেখানোর জন্য । ক্রিকেটের ভিডিও তে WWE এর ট্যাগ যদি দেন কি লাভ বলুন, পাবলিক WWE ই দেখবে, ক্রিকেট না । তাই সাবজেক্ট অনুযায়ী ভিডিওর ট্যাগই নিন

প্রথমে, যে ভিডিও থেকে ট্যাগ নিবেন সে ভিডিওর লিংক কপি করে নিতে হবে । আশা করি সবাই পারেন তবুও যারা না পারেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি 👇

★১★ প্রথমে ইউটিউব থেকে যে ভিডিও টির লিংক কপি করবেন সেই ভিডিও তে প্রবেশ করুন

★২★ তারপর শেয়ার বাটন দেখতে পাবেন তাতে ক্লিক করে দিন 😎 ক্লিক করার পর এমন কিছু দেখতে পাবেন । এইখান থেকে COPY TO CLIPBOARD এ ক্লিক করে দিন । কপি হয়ে যাবে

★৩★ এবার এপটি ওপেন করুন, ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে । Hot Keywords এ ক্লিক করে আপনি যেকোন বিষয়ে সার্চ করলে সে সম্পর্কে পপুলার ট্যাগ পেয়ে যাবেন যেভাবে ওয়েবসাইটে পেয়ে থাকেন । তাই এইটা আর দেখালাম না

★৪★ আমাদের প্রধান কাজ হচ্ছে ভিডিও থেকে ট্যাগ বের করা । তাই আমরা GET TAG অপশনে ক্লিক করে দিবো

★৫★ এমন একটি ইন্টারফেস আসবে,, এখন স্ক্রিনশট এ দেখানো জায়গায় আপনার কপি করা ভিডিও লিংক পেস্ট করে দিন এবং SEARCH বাটনে ক্লিক করুন

★৬★ দেখবেন ওই ভিডিওর সকল ট্যাগ চলে আসবে । SELECT ALL চেপে সব সিলেক্ট করে Copy Tags ক্লিক করলেই সব ট্যাগ কপি হয়ে যাবে

★৭★ এখন আপনি আপনার ভিডিওতে নিয়ে বসিয়ে দিন ট্যাগ গুলো । ট্যাগ কিভাবে বসাতে হয় তা যদি কেউ না জানেন ব বুঝতে না পারেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, পোস্ট এডিট করে যুক্ত করে দিবো 💜💜

সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন 💜 দেখা হবে নতুন কোন টপিক নিয়ে 💪👍

SUBSCRIBE

On YouTube 👉 ক্লিক করুন

17 thoughts on "এবার খুব সহজেই আপনার ইউটিউব ভিডিও রেংক করুন আর ভিউ বাড়িয়ে নিন"

    1. Mahedi Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ
  1. MD FAYSAL Contributor says:
    good post bro
    1. Mahedi Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ ব্র 💜
  2. MD FAYSAL Contributor says:
    good post bro
  3. Mahedi Hasan Contributor Post Creator says:
    ধন্যবাদ
    1. Mahedi Hasan Contributor Post Creator says:
      Video link theke tag pawa jay?
    2. Raxy khan Contributor says:
      hmmmmm
    1. Mahedi Hasan Contributor Post Creator says:
      Thank you bro 💜
  4. sopnomuki Contributor says:
    Amar chanel ar jr nam diyasi oi name onno chanel ase ki na seta ki vabe dakbo
  5. ariyanarif Contributor says:
    Iphone Er jonno ki apps use korbo? Kindly janaben.

Leave a Reply