আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ইউটিউবের নতুন একটা গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করবো।
এ সেটিংস অবশ্যই প্রতিটা ইউটিউবারের সেট করা উঠিত না হলে পরে সমস্যায় পড়তে পারেন।ইউটিউবে ছোট,বড় সবাই ভিজিট করে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের বাজে অ্যাডস শো করে চ্যানেলে যেগুলো শিশুদের মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে।
তাই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে কোন চ্যানেল কি বিষয়ে ভিডিও তৈরি করছে সেটা সিলেক্ট করুক আর এর জন্য নতুন সেটিংস চালু করেছে।
যদি আপনার চ্যানেলটি kids অর্থাৎ বাচ্চাদের চ্যানেল হয় তবে আপনাকে ওই অফশন সিলেক্ট করতে হবে।সেক্ষেত্রে তারা সে চ্যানেলে ওই কোয়ালিটি অ্যাডস দিবে।
আর তা না হলে অন্য,সেটিংস রয়েছে।
আপনি চাইলে প্রতিটা ভিডিও আপলোডের সময়ও এ কাজটি করতে পারবেন।
মূলত ইউটিউব চাচ্ছে যে বিষয়ক চ্যানেল তেমন অ্যাডস দিবে যাতে বাচ্চাদের মানসিক বিকাশে প্রভাব না ফেলতে পারে।
মূলত যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তবে আপনার ইনকামের পরিমাণটাও কমে যেতে পারে।
যাইহোক কিভাবে সেই সেটিংস চালু করবেন এবং কোনটা করবেন দেখুন।
আমি বলবো আপনারা ২য় সেটিংসটা করবেন যদি আপনি শিশুদের জন্য ভিডিও তৈরি করে থাকেন।

তো প্রথমে ব্রাউজারে youtube.com এ যেয়ে আপনার চ্যানেলটি লগইন করেনিন এবার স্কিনশর্ট ফলো করুন।







আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন অথবা ভিডিওটি দেখুন

আমার আগের পোষ্ট লিংকঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে আনলিমিটেড রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ

“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন অথবা সরাসরি চ্যানেলটিতে যেতে

এখানে ক্লিক করুন

মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,”

★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga

আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan

★প্রয়োজনে ইমুতে শুধুমাত্র মেসেজ দিবেনঃ০১৯৮৭৮২১১৬২

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি{{খোদাহাফেজ}}

5 thoughts on "ইউটিউব চ্যানেলের নতুন সেটিংসটি চালু না করে থাকলে চালু করেনিন,পরে সমস্যায় পড়তে পারেন"

  1. ANIK Contributor says:
    age theke jantam but thanks for your post
  2. Kiyum Contributor says:
    comment option off kivave calo krbo

Leave a Reply