আমি একজন ছোটখাটো YouTuber এবং পাশাপাশি কিছু ওয়েবসাইট এর কাজ জানি।
তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলোঃ
কিভাবে আপনার Android মোবাইল দিয়ে নয়েজ ফ্রি একদম ক্লিয়ার ভয়েস রেকর্ড করবেন, তাও আবার দামী কোন মাইক্রোফোন ছাড়া।
∆ আমরা জারা মোবাইল YouTuber আছি, তাদের অন্যতম একটা সমস্যা হলো ক্লিয়ার ভয়েস রেকর্ড করা বা ভিডিওতে ভয়েস টা একদম ক্লিয়ার দেওয়া।
∆ ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস। যারা আপনার ভিডিও দেখবে তারা আপনার কথা শুনেই কিন্তু কাজ করবে।
ধরুন আপনি একটা টিউটোরিয়াল বানালেন, কিভাবে একটা ব্লগ সাইট খোলা যায়।
আপনার ভিডিওটা অনেক সুন্দর ও ভালো হয়েছে কিন্তু আপনার কথা ভালো ভাবে বুঝা যাচ্ছে না বা আপনার কথার সাথে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ।
তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টরা ভিডিওটা পছন্দ করবে না, একটু দেখেই চলে যাবে এবং এটা আপনার চ্যানেলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এরকম হলে ওয়াচটাইম পাবেন না।
∆ তাছাড়া ক্লিয়ার ও সুন্দর ভয়েস এর উপর চ্যানেলের উন্নতি অনেকটা নির্ভর করে। আপনার ভিডিও মান যদি ভালো হয় এবং ভয়েস ক্লিয়ার হয়, তাহলে প্রতিদিন আপনি কমপক্ষে ১ জন হলেও সাব্সক্রাইবার পাবেন আমি শিউর।

অনেক কথা বলে ফেললাম, এবার আমরা আসল পোস্টের বিষয়ে ফিরে যাই।আজকে যে এপসটা নিয়ে আলোচনা করছি এটার নাম হলো Recforge ll. আপনি ইচ্ছা করলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, তবে আমি রিকমেন্ড করবো প্রো ভার্শন ব্যবহার করার জন্য, কারন এটাতে সব ফিচার্স আনলক করা আছে। প্রথমে আপনারা নিচের লিংক থেকে প্রো ভার্শন টা ডাউনলোড করে নিন
∆ Name: Recforge ll Pro
∆ Size: 8 MB
∆ Download: Click Here
ডাউনলোড করে এপসটা ইনষ্টল করে, ওপেন করুন। ওপেন করার পর নিচের ছবির মতো জায়গায় ক্লিক করুন


তারপর সেটিংস এ যান

তারপর নিচের ছবির দেখানো যায়গায় ক্লিক করে 48khz সিলেক্ট করে নিন।

তারপর আবার হোম পেজে ফিরে যান। এবার নিচের ছবিতে মার্ক করা মাইক্রোফোন আইকন টাতে ক্লিক করলে, রেকর্ডিং শুরু হবে।

দাড়ান রেকর্ডিং শুরু করবেন না, এখানেই মূল কাজ। এখানে দেখুন একদম নিচের দিকে একটা নীল রং এর লাইন আছে।

এটা হলো Sensitivity Level. অর্থাৎ এটা যত বাড়ানো থাকবে নয়েজ তত বেশি ক্যাচ করবে, আর কমানো থাকলে নয়েজ কম ক্যাচ করবে।আমি বলব এটা একদম কমিয়ে রাখবেন। এটা একদম কমিয়ে রাখলে আপনার রেকর্ডিং সাউন্ড ও কম হবে, তবে এটার সমাধান দেবো পোস্টের শেষের দিকে।
আমি আপনাদেরকে Sensitivity Level বাড়িয়ে কমিয়ে রেকর্ডিং এর ছবি দিচ্ছি, নিচে দেখুন এটা Sensitivity একদম কমানো

উপরের ছবিতে দেখুন স্ক্রিনের মাঝখানে একটা সবুজ লাইন লাফালাফি করছে, এটা থেকে আপনি নয়েজ ক্যাচ কতটা করছে তা বুঝতে পারবেন। উপরের ছবিতে লাইনটা একদম কম লাফাচ্ছে,অর্থাৎ নয়েজ ক্যাচ করছে না। এবার নিচের ছবিটা দেখুন,Sensitivity বাড়ানো এবং এখানে অনেক নয়েজ ক্যাচ করছে তাই লাইনটা অনেক বেশি লাফাচ্ছে।

∆ আশা করি ব্যপারটা আপনারা বুঝতে পেরেছেন।
∆ এবার আশা যাক ভয়েস এর সাউন্ড কিভাবে বাড়াবেন। যেহেতু Sensitivity কমিয়ে রেকর্ড করলে সাউন্ড কম হবে তাই ভিডিওতে ভয়েসটা এড করার সময় সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে। নাহলে কথা শোনা যাবে না।
∆ মোবাইল এর জন্য বেস্ট ভিডিও এডিটিং এপ হলো Kinemaster. আমি Kinemaster দিয়ে দেখাচ্ছি কিভাবে সাউন্ড বাড়াবেন।

∆ প্রথমে Kinemaster এ আপনার ভিডিও এবং ভয়েসটা এড করুন, এরপর নিচের ছবির মতো ভয়েসটার উপর ক্লিক করুন।

এরপর নিচের ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন।

এবার নিচের ছবির মতো সাউন্ড টা টেনে ১০০% থেকে ২০০% করে দিন।

এবার ভিডিও প্লে করে দেখুন, সাউন্ড বেড়ে গিয়েছে।
তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পোস্ট টা আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনাদের অনেক কাজে লাগবে। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং পোস্ট সম্পর্কে মতামত জানান কমেন্ট করে। পোস্ট টা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • My Website Click Here
  • 11 thoughts on "[HOT] মোবাইল দিয়ে নয়েজ ফ্রি সাউন্ড রেকর্ড করুন, কোন মাইক্রোফোন ছাড়া"

      1. Bear Grylls Author Post Creator says:
        thank u
      1. Bear Grylls Author Post Creator says:
        thanks
    1. Azim Author says:
      ভালো, But Sound Recorder-এর তালিকায় Parrot-এর উপর কোনোকিছু যেতে পারবে না।
      1. Bear Grylls Author Post Creator says:
        maybe
    2. MD_Tuofiq Contributor says:
      এটার থেকে নয়েজ রেকর্ডার বেটার
      1. Bear Grylls Author Post Creator says:
        ওহ
    3. All Razik Subscriber says:
      nc bro letest all sim offer plz visit now:https://www.httpsletestallsimoffer.xyz/
      1. Bear Grylls Author Post Creator says:
        Thanks

    Leave a Reply