আজকের পোস্টের টপিক হল যে মায়াজাল কিভাবে ভিডিও তৈরি করে? তারা ভিডিওর জন্য এত ক্লিপ কোথায় পায়?
আপনাদের জন্য আমি পঞ্চম পর্ব নিয়ে আসলাম এই পর্ব টা আশা করি আপনাদের সকলের ভাল লাগবে আপনারা যদি আমার আগের ৪টি পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ৪টি পর্ব দেখে নিবেন এতে করে আপনাদের ভিডিও তৈরি করতে অনেক অনেক হেল্প হবে আমি এই ৪টি পর্বের লিংক এখানে দিয়ে দিলাম।

  • ইউটিউবে যারা কাজ করেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট। (পর্ব ১)
  • ইউটিউবে যারা কাজ করেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট। (পর্ব ২)
  • ইউটিউবে যারা কাজ করেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট। (পর্ব ৩)
  • ইউটিউবে যারা কাজ করেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট। (পর্ব ৪)
  • বাংলাদেশের অন্যতম কিছু চ্যানেল আর সেটি হচ্ছে মায়াজাল, অদ্ভুত ১০ আরো অনেকগুলো আছে যারা বিভিন্ন ধরনের ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করে তারা এসব ভিডিও ক্লিপ কোথায় পায় সেটা নিয়ে এই পোস্ট করতেছি।
    তারা কি অন্যের ভিডিও কপি করে ছাড়ে?
    আর ছাড়লেও কেন কপিরাইট আসে না?

    মায়াজাল এবং অদ্ভুত ১০ এরা অনেক ঘাটাঘাটি করার পর কিছু ভিডিও একসাথে করে এবং সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে তো এইসব ভিডিও তারা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন আমি এখানে কিছু ওয়েব সাইটের লিংক দিয়ে দিচ্ছি আপনার এই লিংক থেকে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন।

    https://pexels.com/videos/

    http://pixabay.com/videos
    http://videvo.net
    http://videezy.com
    http://coverr.co

    তো এসব ওয়েবসাইটের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আছে, কিছু ভিডিও আছে যেগুলো ব্যবহার করে আপনারা কপিরাইট খাবেন আবার কিছু ভিডিও আছে যেগুলো ব্যবহার করলে কপিরাইট আসবে না।

    এখানে লাইসেন্সে Free to use লেখা থাকে যেটা আপনারা ব্যবহার করলে কোন কপিরাইট আসবে না আবার যেগুলোতে নাই সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না আর কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের কিনে নিতে হয় আপনারা কিনে নিলে এটা ব্যবহার করতে পারবেন।

    তো কোন গুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ও কোন কপিরাইট ছাড়াই ইউটিউবে ব্যবহার করা যাবে তার কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ


    আর যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করতে পারলেও ইউটিউবে ব্যবহার করলে আপনারা কপিরাইট খাবেন সেগুলোর স্ক্রিনশটঃ


    ভিডিওগুলো ডাউনলোড দেওয়ার আগে তার লাইসেন্স গুলো চেক করে নেবেন লাইসেন্স চেক করার জন্য আপনারা এই স্ক্রিনশট ফলো করুনঃ

    এখন যদি লাইসেন্সটা এরকম স্ক্রীনশট এর মত লেখা থাকে তাহলে আপনারা ডাউনলোড দিতে পারেনঃ

    আর যদি এমন না হয় তাহলে আপনারা সেই ভিডিওটা ডাউনলোড দিবেন না।

    আমি এইসব ওয়েবসাইট থেকে কিছু ভিডিও কালেক্ট করে তাদের মত ভিডিও বানানোর চেষ্টা করেছি আর সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখতে পারেন |

    আমার এই ভিডিওটা কেমন হলো আর হ্যাঁ অবশ্যই এই পোষ্টের নিচে আপনারা কমেন্ট করে তা বলে দিবেন।

    আপনাদের সেবায় আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আশাকরি আমার চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভাল লাগবে আপনারা অবশ্যই একবার হলেও আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন।

    আমার চ্যানেলঃ TipTop BD

    আমার ফেসবুক পেইজ TipTop BD

    সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির পাশেই থাকুন ধন্যবাদ।

    13 thoughts on "মায়াজাল ও অদ্ভুত ১০ চ্যানেল ভিডিও কিভাবে বানায়?ইউটিউবে যারা কাজ করেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট। (পর্ব ৫)"

      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        tnx bro…
    1. JABER Author says:
      অসাধারণ ভাই?
      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        thanks
      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        ?
    2. sifatahmed24 Contributor says:
      Gaming channel khulte mane freefire gameplay video korar jonne kemon mobile er config lagbe ta niye ekta post korle valo hoy. Ar amake o janiye din plz
      1. Tapas Contributor says:
        ফানি গ্রীন স্ক্রিন ইফেক্ট ব্যবহার করতে পারেন । এতে ভিডিও দেখে ভিওযার রা মজা পাবে
      2. Hridoy Mini Expert Author Post Creator says:
        ok try korbo…
      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        thanks
    3. emonfans Author says:
      thanks for share helpfull post
      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        thanks

    Leave a Reply