আসসালামু আলাইকুম ইউটিউবার্স ।আজকে আপনাদের দেখাব আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টার আপনার মোবাইলের হোম স্ক্রিনে লাগাবেন।
তো দেরী না করে শুরু করা যাক।
___________________________________
প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে নিচের এপটি।
Download app
এটা ডাউনলোড করার পর আপনারা এপটি অপেন করুন।
তারপর সার্চ বাটনে ক্লিক করে আপনাদের চ্যানেল টি সার্চ করুন
তারপর আপনাদের চ্যানেলের উপর ক্লিক করে স্টার মার্ক করে দিন।
এখন আপনারা আপনাদের মোবাইলের হোমে চলে যান।
তারপর স্ক্রিনে ক্লিক করে ধরে রাখুন।
এখন দেখতে পাচ্ছেন Widgets নামে একটি অপশন আছে এটায় ক্লিক করে আপনারা subscribe counter এটাকে আপনারা ক্লিক করে হোল্ড করে হোমে এনে ছেড়ে দিন।
তারপর আপনাদের চ্যানেল সিলেক্ট করতে বললে আপনারা আপনাদের চ্যানেল সিলেক্ট করে দিন।
তারপর Widget টাকে একটু বড় করে দিন।
বাস হয়ে গেল। আপনাদের লাইভ সাবস্ক্রাইব কাউন্টার।
পোস্টে আপনাদের বুঝতে অসুবিধা হলে দেখতে পারেন আমার এই ভিডিও।
আপনাদের সেবায় আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আশা করি আপনাদের ভাল লাগবে।
আমার চ্যানেলঃ TipTop BD
আমার ফেসবুক পেইজ TipTop BD
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির পাশেই থাকুন ধন্যবাদ।
6 thoughts on "আপনাদের ইউটিউব চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টার আপনার মোবাইলের হোম স্ক্রিনে লাগান।"